Shani Dev : আপনি কি শনির রোষে? আগাম জানান দেবে এই ৫ সঙ্কেত
জ্যোতিষশাস্ত্রে শনিদেবের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ । শনি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন। শনি বর্তমানে নিজস্ব রাশি কুম্ভ রাশিতে অবস্থিত। ২০২৪ সালেও এই রাশিতেই শনি অবস্থান করবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনে করা হয়, শনিদেব যাঁর উপর অশুভ দৃষ্টি রাখেন, তাঁর জীবনে প্রভূত সমস্যা আসে। গোছানো কাজও ঘেঁটে যায়। যাঁর কুণ্ডলীতে শনির গতি বিপরীত হতে চলছে, তিনি ৫ টি লক্ষণে বুঝতে পারেন।
কেউ কেউ মনে করেন,শনিদেবের অশুভ নজর কারও উপর শুরু হলে, হাড়ে জয়েন্টে ব্যথা, গুচ্ছ গুচ্ছ চুল পাকা হওয়া, চুল পড়া ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দেয়। যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি তেমন খুঁজে পাওয়া যায় না। তাই এই সব সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।
কেউ কেউ মনে করেন, শনির গতি বিপরীত হলে, আপনার জুতো ছিঁড়ে যেতে পারে। বারবার চটি ছিঁড়ে যেতে পারে। বা চটি চুরি হয়ে যেতে পারে। এক্ষেত্রেও বলা ভাল, এটা কিছু মানুষের ধারণা। তবে শনি সবসময়ই শুভকর্মের অনুপ্রেরণা দেন, চট করে ভাল মানুষের ক্ষতি করেন না বলেই বিশ্বাস।
জ্যোতিষশাস্ত্র নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের কারও কারও মতে, যাঁদের জন্মের কুণ্ডলীতে শনির সাড়ে সাতি বা ধাইয়া যাচ্ছে, তাঁরা খালি অলস, ক্লান্ত বা চিন্তিত বোধ করেন। অযথা টেনশন করেন। দৃষ্টিশক্তিতেও সমস্যা আসতে পারে। এ ছাড়া ছাত্রছাত্রীদের পড়ালেখা ভালো লাগে না।
শনি বিরূপ হলে, মানুষের মনে খারাপ চিন্তা আসতে শুরু করে। অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে, যার কারণে সংসারে কলহ শুরু হয়। এ ছাড়া কাজে ক্ষতি হতে পারে। সঙ্গী বিশ্বাসঘাতকতা করতে পারে।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -