Vastu Tips: সমৃদ্ধির পথে বারবার বাধা? বাস্তু মেনে ঘরে রাখা হয় ঝাড়ু?
Vastu on Broom: বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটার ব্যবহার ও ঝাঁটা রাখার জায়গা নিয়ে নির্দিষ্ট কিছু পরামর্শ রয়েছে। যার উপর নির্ভর করে ঘরের সুখ-সমৃদ্ধি।
Continues below advertisement
প্রতীকি চিত্র
Continues below advertisement
1/10
বাড়িঘর সাফ রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আর সেই কাজের জন্য দরকার ঝাঁটা (Broom)। ধনতেরাসের সময় ঝাড়ু কেনার চল রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটা ঘরে খুশি ও উন্নতি আনতে পারে।
2/10
কিন্তু সেটা নির্ভর করে ঝাঁটা কীভাবে ব্য়বহার হচ্ছে, কীভাবে রাখা হচ্ছে তার উপর। বাস্তুশাস্ত্র (Vastu Tips) অনুযায়ী ঝাঁটার ব্যবহার ও ঝাঁটা রাখার জায়গা নিয়ে নির্দিষ্ট কিছু পরামর্শ রয়েছে। যার উপর নির্ভর করে ঘরের সুখ-সমৃদ্ধি।
3/10
ঝাড়ু ব্যবহার ও ঝাড়ু রাখার জায়গা নিয়ে ঠিক কী কী বলে বাস্তুশাস্ত্র?
4/10
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঝাড়ু কখনও দাঁড় করিয়ে রাখতে নেই। ঝাঁটা দাঁড় করিয়ে রাখলে তা বাড়িতে অভাব আনে বলে বিশ্বাস। মাটিতে শুয়ে রাখতে বলা হয় ঝাঁটাকে।
5/10
পশ্চিম বা উত্তর-পশ্চিম (North West) দিকে মুখ করে শুইয়ে রাখতে হবে ঝাঁটা।
Continues below advertisement
6/10
বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর-পূর্ব দিকে ঝাঁটা রাখা যাবে না। রান্নাঘরেও রাখা যাবে না ঝাঁটা। যদিও বারান্দায় বা বাড়ির বাইরে ঝাঁটা রাখা যাবে না। সেভাবে ঝাঁটা রাখলে চুরির ঝুঁকি বেড়ে যায়।
7/10
যদি ঝাঁটা পুরনো হয়ে যায়, সেটা পাল্টাতে হয়, তাহলে সেটা শনিবার পাল্টাতে হবে। অথবা পূর্ণিমার (Full Moon) দিন, গ্রহণের পরে ঝাঁটা বদলাতে হবে।
8/10
বাড়িতে যেখানে রান্না কার হয় বা খাওয়া হয়। সেখানে বা তার আশেপাশে ঝাঁটা রাখা যাবে না। সেটা করলে ঘরে খাদ্যশস্যের (Food Grain) অভাব হতে পারে। পাশাপাশি পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যহানির আশঙ্কাও থাকে।
9/10
সূর্যাস্তের (Sunset) পরে ঘরে ঝাঁটা ব্যবহার করে সাফাই করা উচিত নয়। ঝাঁটায় পা ছোঁয়াও উচিত নয়।
10/10
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। সব ছবি: Pixabay/ Pexels
Published at : 30 Nov 2022 03:01 PM (IST)