Vastu Tips: এপ্রিলে বেতন বাড়বে? প্রোমোশন হবে? কী বলছে বাস্তুশাস্ত্র?
মার্চ শেষ হতে চলেছে। আর কদিন পরেই শুরু হতে চলেছে নতুন অর্থবর্ষ। যাঁরা চাকরিজীবী, এই সময়ে তাঁদের বেশ চিন্তার সময়। কারণ চাকরিতে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি কিংবা প্রোমোশনের সুখবর এই সময়েই পাওয়া যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসারা বছর সবাই নিজেকে উজাড় করে পরিশ্রম করেন বর্ষশেষে ভাল বোনাস, ভাল বেতন বৃদ্ধির জন্য। পদোন্নতির জন্যও অনেকে আশা করে থাকেন। সারা বছর ভাল কাজ করলেও যদি মনের মতো বেতন বৃদ্ধি না হয়, তাহলে উদ্বেগ বাড়বেই।
জ্য়োতিষশাস্ত্রে এই দিকটি নিয়েও ভাবা হয়। পদোন্নতি ও বেতন বৃদ্ধির জন্য বেশ কিছু টিপস রয়েছে যা মানলে ফল পাওয়া যেতে পারে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বসের সঙ্গে সুসম্পর্ক এবং চাকরিতে উন্নতির জন্য প্রতি সোমবার একটি সাদা কাপড়ে কালো চাল বেঁধে সেই চাল মা কালীকে অর্পণ করুন। সেই সঙ্গে গরিবদের একটি কালো কম্বল দান করুন। বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়।
ভাল প্রোমোশনের জন্য প্রতিদিন পাখিদের সাত ধরনের শস্য দিন। জোয়ার, ভুট্টা, ধান ইত্যাদিও এসব শস্যের অন্তর্ভুক্ত হতে পারে। তবে ছাদে দানা ফেলে রাখবেন না। প্রতি বৃহস্পতিবার দরিদ্র ও অভাবী ব্যক্তিকে হলুদ জিনিস যেমন হলুদ ফল বা কাপড় ইত্যাদি দান করুন।
ভাল পদোন্নতি ও বেতন বৃদ্ধির জন্য চৈত্র নবরাত্রির প্রথম দিনে জলভর্তি একটি কলসে কিছু হলুদ বা লাল ফুল রাখুন এবং কিছু ফুল আরাধ্যা দেবীর উদ্দেশে অর্পণ করুন। সেই কলসটি কর্মস্থলের উত্তর-পূর্ব দিকে রাখতে হবে। বসার জায়গায় সেই কলসের জল ছিটিয়ে শুদ্ধ করতে হবে।
ভাল বেতন বৃদ্ধির জন্য, চৈত্র নবরাত্রিতে একটি পান নিয়ে সেই পান পাতার দুই পাশে সর্ষের তেল মাখিয়ে মা দুর্গাকে নিবেদন করতে হবে। এরপর ঘুমোনোর সময় পাতাটি মাথার কাছে রাখুন এবং পরের দিন সেই পাতাটি দুর্গা মন্দিরের পিছনে রাখুন।
শনিবার শনি মন্দিরে শনিদেবকে সর্ষের তেল অর্পণ করুন এবং পিপুল গাছে জল দিন। সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে সাতবার প্রদক্ষিণ করুন। শনি মন্ত্র জপ করলে শনির পার্শ্বপ্রতিক্রিয়াও কমে যায়।
সহজে পদোন্নতি ও বেতন বৃদ্ধির জন্য প্রতিদিন সূর্যের উদ্দেশে প্রণাম করতে হবে। তামার পাত্র থেকে সূর্যকে জল নিবেদন করতে হবে। এর পাশাপাশি, রবিবার বা মঙ্গলবার বেতন বৃদ্ধি কামনা করে একটি লাল কাপড়ে একটি নারকেল বেঁধে পূর্ব দিকে কোনও প্রবাহিত জলের ধারায় ফেলুন।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -