Zodiac Job Tips: কোন পেশায় সহজে মিলবে সাফল্য? নির্ভর করছে আপনার রাশির উপরেই
Zodiac Facts:সব পেশার জন্য সবাই কি উপযুক্ত? কোন পেশায় আপনি বেশি উন্নতি করবেন তা কিন্তু আপনার রাশির উপর নির্ভর করে।
প্রতীকি চিত্র
1/13
পছন্দের পেশা তো কত কিছুই থাকে। কিন্তু সব কি আমরা করতে পারি? সব পেশার জন্য সবাই কি উপযুক্ত? কোন পেশায় আপনি বেশি উন্নতি করবেন তা কিন্তু আপনার রাশির উপর নির্ভর করে।
2/13
মেষ: আপনি সাধারণত সাহসী। ঝুঁকি নেওয়ার সাহস রয়েছে। ব্যবসা, স্বনিযুক্তি, রেডিও প্রোগ্রামার হতে পারেন আপনি
3/13
বৃষ: যে কোনও বিষয়ে জ্ঞান সংগ্রহ আপনার পছন্দ। শিক্ষকতায় আপনি উন্নতি করতে পারেন।
4/13
মিথুন: টেকনোলজি এবং শিল্প আপনার পছন্দের। গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর বা এই ধরনের কাজে স্বচ্ছন্দ হবেন আপনি
5/13
কর্কট: সমাজ নিয়ে কাজের ইচ্ছে রয়েছে আপনার। তাই আপনি সোশ্য়াল ওয়ার্কার, CSR-জাতীয় কাজ করতে পারেন
6/13
সিংহ: সেলসে ভার কেরিয়ার হতে পারে। রিয়েল এস্টেট এজেন্ট, ব্যাঙ্কার হিসেবও উন্নতি হবে
7/13
কন্যা: সাহিত্য ভালবাসেন। লেখার জগতে নাম হতে পারে। প্রকাশনার জগতেও ভাল উন্নতি করবেন
8/13
তুলা: ঘুরতে যাওয়া আপনার ভীষণ পছন্দের। ট্যুর গাইড, ট্যুর ব্লগার বা ভ্রমণ শিল্পের সঙ্গে থাকতে পারেন আপনি।
9/13
বৃশ্চিক: রহস্য ভালবাসেন, রহস্য সমাধানও পছন্দ করেন। পুলিশ, গোয়েন্দা, সাংবাদিক, আইনজীবী- এই পেশা আপনার জন্য় ঠিক।
10/13
ধনু: লোকের সঙ্গে কথা বলার ক্ষমতা হয়েছে আপনার। PR-হিসেবে কাজ, রাজনীতি, এসব আপনার জায়গা
11/13
মকর: প্রযুক্তির মারপ্যাঁচ আপনার পছন্দ। প্রযুক্তিবিদ্যার যে কোনও ক্ষেত্রে উন্নতি করতে পারবেন।
12/13
কুম্ভ: শিল্প আপনার জায়গা। ফ্যাশন, আঁকা, শিল্পের সমঝদারি, শিল্প বিষয়ক লেখা আপনার জন্য ভাল হতে পারে।
13/13
মীন: আপনার অন্যতম শক্তিশালী দক্ষতা পর্যবেক্ষণ। মানুষের মন বোঝাও আপনার অন্যতম ক্ষমতা। সেইমতো কাজ বেছে নিলেই হাতের মুঠোর থাকবে উন্নতি।
Published at : 26 Apr 2023 10:14 PM (IST)