Janmashtami 2023 : আজ জন্মাষ্টমীতে সিদ্ধি যোগে কোন কোন রাশির ঘরে সৌভাগ্যের জোয়ার?
জন্মাষ্টমীর (Janmashtami 2023) আগে তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ। এই যোগের জন্য অনেক রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে এই সময়টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরাণ অনুসারে, রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বিশ্বাস অনুসারে, ৬ সেপ্টেম্বর গৃহস্থরা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন।
বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব আনন্দদায়ক হতে চলেছে। এই শুভ যোগের প্রভাবে এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন।
কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ ও ফলদায়ক প্রমাণিত হবে। আপনার সম্পদ ও সমৃদ্ধির জন্য শুভ কাকতালীয় ঘটনা ঘটবে। ব্যবসায়িক ক্ষেত্রে বাধা দূর হবে এবং লাভের নতুন সুযোগও পাওয়া যাবে।
কন্যা রাশির জাতকদের জন্য ৫ সেপ্টেম্বর দিনটি শুভ ও ফলদায়ক হতে চলেছে। এই শুভ প্রভাবে কন্যা রাশির জাতকরা অর্থ উপার্জন ও সঞ্চয় করতে সক্ষম হবেন। বাড়ির বড়দের কথা শোনা এবং তাদের গ্রহণ করা আপনার জন্য উপকারী হবে।
ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ হবে। আজ সম্মানের সুবিধা পাবেন। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাবে। আইনি বিষয়ে আপনি সাফল্য পাবেন এবং সম্পত্তি লাভজনক হবে।
মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুবই উপকারী হতে চলেছে। মীন রাশির শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভ করবে। অংশীদারিত্বে ব্যবসা করা ব্যক্তিরা ভাল সুবিধা পাবেন।
৫ সেপ্টেম্বর বৃষ রাশিতে চন্দ্রের যাত্রা হতে চলেছে। আজ, সর্বার্থ সিদ্ধি নামে একটি শুভ যোগও গঠিত হচ্ছে। এই শুভ যোগ গঠনের কারণে আজকের গুরুত্ব বেড়েছে। এই শুভ যোগে করা যেকোনো কাজই শুভ ও কল্যাণকর। আজ গঠিত সর্বার্থ সিদ্ধি যোগ কিছু রাশির জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে।
বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম অনুসারে তাঁরা শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করছে আগামী ৭ সেপ্টেম্বর । শুধু মথুরা নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন এবং দ্বারকাতেও জন্মাষ্টমী পালিত হয় ধুমধাম করে৷ সেই সঙ্গে বাংলার ঘরে ঘরে চলে বালগোপালের পুজো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -