Daily Astrology: অন্ধ বিশ্বাসে ভয়ঙ্কর ক্ষতি, বৈবাহিক সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ; কেমন কাটবে শুক্রবার?
Horoscope Tomorrow: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
ফাইল ছবি
1/12
মেষ- খুশিতে কাটবে দিন। সন্তানের সাফল্যে মন খুশি। ব্যবসার কারণে বাইরে যেতে হতে পার। কোনও বিষয়ে সন্দেহ থাকলে সেই কাজে এগোবেন না। পারিবারিক বিষয়ে নজর দিতে হবে। কারও কথায় অন্ধ বিশ্বাস করবেন না।
2/12
বৃষ- কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। সহকর্মীর থেকে সাহায্য পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। খাওয়াদাওয়ার বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। শ্বশুরবাড়ির দিক থেকে কারও সাহায্য পাবেন।
3/12
মিথুন- মিথুন রাশির জাতকদের জন্য লাভজনক দিন। সরকারি চাকরিজীবীদের আরও বেশি সচেতন হতে হবে। আর্থিক দিক থেকে লাভজনক দিন। ধৈর্য্য় এবং সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য ভাল দিন। পার্টনারশিপের কাজের জন্য ভাল দিন।
4/12
কর্কট- দুশ্চিন্তায় কাটবে দিন। কোনও বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। শারীরিক কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। অতিরিক্ত কাজে চাপে মন খারাপ থাকবে। আত্মীয়র থেকে খারাপ খবর পেতে পারেন। কোনও কাজে দেরি হলে তা শেষ করতে অনেক সময় লেগে যাবে।
5/12
সিংহ- ধৈর্য্য এবং সাহসকে কাজে লাগাতে হবে। কারও থেকে কোনও খারাপ খবর পেতে পারেন। টাকা ধার নিয়ে থাকলে তা ফেরত দেওয়ার সময় এসেছে। আর্থিক বিষয়ে আরও সতর্ক হতে হবে। সন্তানের উন্নতিতে মন ভাল থাকবে। প্রেমের সম্পর্কে দারুণ সময়।
6/12
কন্য়া- সম্মান বাড়বে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। টাকা লেনদেনের বিষয়ে সচেতন হতে হবে। কারও থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। ব্যবসার কাজে পরিকল্পনা করে কাজ করুন। ভাষা এবং ব্যবহারের দিকে আরও নজর দিতে হবে। খাওয়াদাওয়ার দিকে নজর দিতে হবে।
7/12
তুলা- ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। ভালবাসায় ভরা থাকবে মন। বিনোদনমূলক কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারেন। উন্নতিতে বাধা থাকলে তা কেটে যাবে। পারিবারিক ব্যবসায় আরও বেশি নজর দিতে হবে।
8/12
বৃশ্চিক- ইতিবাচক ফল পাবেন। আর্থিক লাভের মুখ দেখতে পারবেন। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে। ব্যবসার কাজে ভেবে কথা বলতে হবে। নাহলে আপনার কথায় কারও খারাপ লাগতে পারে।
9/12
ধনু- আয়-ব্যয়ের হিসেব রাখতে হবে ঠিক করে। বৈবাহিক সম্পর্কে ভালবাসা থাকবে ভরপুর। পরিকল্পনায় আরও বেশি নজর দিতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সন্তানের থেকে কোনও ভাল খবর পেতে পারেন। বাকি থাকার কাজ শেষ হবে।
10/12
মকর- যে কোনও কাজে ফল পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। অপ্রত্যাশিত কোনও কিছু থেকে লাভ পাবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। ভাগ্যদেবী সহায় হবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে। সমস্যা এড়িয়ে যাবেন না।
11/12
কুম্ভ- ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। কাজের ক্ষেত্রে ভাল ফল পাবেন। তাতে মনও ভাল থাকবে। কর্মক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই ভাল। কারও থেকে টাকা ধার নেবেন না। কোনও কোর্স শুরু করতে পারেন পড়ুয়ারা।
12/12
মীন- কোনও উৎসবে অংশ নিতে পারেন। ভাষা এবং ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে পারবেন। আর্থিক বিষয়ে সমস্যা থাকলে তা মিটে যাবে। সরকারি কাজের টেন্ডার পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনতে প্রচুর ব্যয়ের আশঙ্কা।
Published at : 19 Dec 2024 06:33 PM (IST)