Daily Astrology: হাতে আসবে টাকা, সন্তানের বিয়েতে কাটবে বাধা; কেমন কাটবে আপনার দিন?
Horoscope Today: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
ফাইল ছবি
1/12
মেষ- মেষ রাশির জাতকদের জন্য বিশেষ দিন। সরকারি প্রকল্প থেকে লাভ পাবেন। কোনও বিষয়ে সন্দেহ থাকলে সেদিকে এগোবেন না। আগের থেকে স্বাস্থ্যের উন্নতি হবে। যে কোনও বিষয়ে সতর্ক হতে হবে। সামাজিক কাজে অংশ নিতে পারবেন। নিজের দিকে খেয়াল দিতে হবে, নাহলে সমস্যা বাড়বে।
2/12
বৃষ- কাজের দিক থেকে শুভ দিন। আরও বেশি দায়িত্বশীল হতে হবে। যোগাসনের মতো শরীরচর্চা করতে পারেন। তাতে শরীরের কষ্টও দূর হবে। বাকি থাকা শেষ করতে হবে। আপনার সন্তান পুরষ্কৃত হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। টাকা পয়সা সংক্রান্ত কোনও সমস্যা হলে তা চলে যাবে।
3/12
মিথুন- আরও সুযোগ সুবিধা পাবেন। পার্টনারশিপের কোনও কাজ করতে চাইলে ভেবে নিতে হবে। কোনও আপনাকে ঠকাতে পারে। বাড়ির পরিবেশ ভাল এবং খুশির থাকবে। প্রেমের সম্পর্কের জন্য দারুণ সময়। বয়সে বড়দের প্রতি সম্মান এবং শ্রদ্ধা দেখাতে হবে।
4/12
কর্কট- ইতিবাচক ফল পাবেন। কাজের ক্ষেত্রে এনার্জি পাবেন। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্ক হতে হবে। ভ্রমণে গেলে নিজের জিনিস গুছিয়ে রাখতে হবে। মজায় কাটবে দিন। একইসঙ্গে অনেকগুলো কাজ করার জন্য কাজে মন দিতে হবে। বাড়িতে বসেই ঝামেলা মিটিয়ে নিন।
5/12
সিংহ- সাধারণভাবেই কাটবে দিন। চাকরি পরিবর্তনের জন্য আদর্শ সময়। অতিরিক্ত কাজে ক্লান্ত বোধ করতে পারেন। আপনার কথায় রেগে যেতে পারেন স্ত্রী। রাগের বশে কোনও সিদ্ধান্ত নয়। চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আরও বেশি মন দিতে হবে। টাকাপয়সা লেনদেনে সতর্ক হওয়া প্রয়োজন।
6/12
কন্যা- বিনিয়োগের বিষয়ে খুঁটিনাটি দেখে নিতে হবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। বাড়ির কাজ শেষ করতে হবে সময়মতো। সন্তানের সঙ্গে সময় কাটাতে হবে। সময়ের মধ্যে কাজ শেষ করা প্রয়োজন। বাবা মায়ের আশীর্বাদে বাকি থাকা কাজ শেষ হবে। পড়াশোনায় আরও বেশি মন দিতে হবে।
7/12
তুলা- গুরুত্বপূর্ণ দিন। লক্ষ্য পূরণ হবে। কর্মক্ষেত্রে কাউকে কোনও দায়িত্ব দিতে পারেন। তবে তার থেকে কোনও সুবিধা নেওয়া যাবে না। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা পূরণ হবে। শত্রুপক্ষের থেকে সাবধান। আপনার আচরণে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে।
8/12
বৃশ্চিক- কোনও পরিকল্পনা করলে তা মনের মধ্যে রাখুন। কোনও গুরুত্বপূর্ণ তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। কোনও পুজোর প্রস্তুতি নিতে পারেন। সন্তানের বিয়েতে বাধা থাকলে তা কেটে যাবে। ব্যবসায় আরও বেশি মন দিতে হবে। তাতে আয়ও বাড়বে।
9/12
ধনু- ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। কারও সঙ্গে পরিচয় হতে পারে। তাতে কাজের ক্ষেত্রে সুবিধা হবে। কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগভাজনের কারণ হতে পারেন। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি থাকলে তা দূর হবে।
10/12
মকর- কঠোর পরিশ্রম করতে হবে। পার্টনারশিপের ব্যবসা শুরু করতে পারেন। কাজের পরিবেশ সুন্দর হবে। পারিবারিক অশান্তি মেটাতে হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। প্রতিদিনের জীবনে পরিবর্তন আনতে হবে। কোনও কথা বলার আগে ভেবে বলতে হবে। কাজের বিষয়ে বাবার পরামর্শ নিন।
11/12
কুম্ভ - ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। ব্যবসার কাজে বাইরে যেতে হবে। কোনও চুক্তি ফাইনাল হতে পারে। উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। কারও থেকে টাকা ধার নিতে পারবেন।
12/12
মীন- কাজের দায়িত্ব নিতে হবে। বাড়ির কাজে হাত বাড়াতে হবে। অপরিচিত কারও সঙ্গে কথা বলবেন না। হিংসা এবং রাগ পুশে রাখবেন না। কথা বলার আগে ভেবে নিতে হবে। শ্বশুরবাড়ির তরফে কেউ দেখা করতে আসতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
Published at : 26 Jan 2025 09:54 PM (IST)