Daily Astrology: ব্যবসায় বাড়বে চাপ, সন্তানের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা; কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন?

Horoscope Tomorrow: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)। 

ফাইল ছবি

1/12
মেষ রাশি- ব্যয় বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও যেতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দারুণ দিন। সঙ্গীকে সময় দিন। আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত হতে পারেন। হঠাৎ কোনও সমস্যার মুখোমুখি হতে পারেন। ভাইদের পরামর্শের প্রয়োজন হবে। সন্তান সুসংবাদ শোনাতে পারে। 
2/12
বৃষ রাশি- কাজের অগ্রগতি হবে। ভেবে কাজ করতে হবে। রাগের বশে কোনও সিদ্ধান্ত নিলে সমস্যার মুখোমুখি হতে পারেন। চাকরিতে কোনও সমস্যার সম্মুখীন হলে তা থেকেও মুক্তি পাবেন। একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। তাতে মন খুশি থাকবে। 
3/12
মিথুন রাশি- চাপে কাটতে পারে দিন। সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তায় থাকবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। কাজে অসাবধান হবেন না, অন্যথায় সমস্যা হতে পারে। অনেক দিন পর কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ব্যবসা সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে।
4/12
কর্কট রাশি- সমস্যায় কাটবে দিন। পরিবারের কোনও সদস্যের খারাপ লাগতে পারে। শারীরিক সমস্যা থাকলে তা কেটে যাবে। আর্থিক অবস্থা নিয়ে চিন্তিত থাকবেন। ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।। সন্তানের পুরস্কার পাওয়ার কারণে খুশির পরিবেশ থাকবে। পার্টির আয়োজন করা যেতে পারে।
5/12
সিংহ রাশি- ব্যস্ততায় ভরা থাকবে দিন। কর্মক্ষেত্রে কিছু ঘটলে মন খারাপ থাকনে। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়ে দৌড়াদৌড়ি করতে হবে। ভাল অর্থ উপার্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে। 
6/12
কন্যা রাশি- ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। বাকি থাকা কাজ নিয়ে চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে প্রতারণা করতে পারে। তাই সতর্ক থাকতে হবে। নিজের চেয়ে অন্যের কাজের উপর বেশি মনোযোগ দেবেন। তাতে সমস্যা হতে পারে। অতীতে নেওয়া কোনও সিদ্ধান্তের কারণে অনুতপ্ত হবেন।
7/12
তুলা রাশি- বৈবাহিক সম্পর্কের উন্নতি হবে। গাড়ি চালানোর সময় আপনাকে সতর্ক থাকতে হবে। অন্যথায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বাবার স্বাস্থ্যের প্রতি আপনার সতর্ক থাকা উচিত। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজে খুশি হতে পারে। 
8/12
বৃশ্চিক রাশি- পার্টনারশিপের কাজ করার জন্য ভাল সময় নয়। স্ত্রীর পরামর্শ নিয়ে কাজ করুন। সন্তানের বিয়েতে বাধা থাকলে কেটে যেতে পারে। কাউকে টাকা ধার দিলে বিপদে পড়তে পারেন। পরিবারকে আরও বেশি সময় দিতে হবে। 
9/12
ধনু রাশি- ব্যবসা শুরু করার জন্য ভাল দিন। স্ত্রীর সঙ্গে লং ড্রাইভে যেতে পারেন। পারিবারিক সমস্যা থাকলে তা মিটবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরিকল্পনা মাফিক কাজ শেষ করতে পারবেন। 
10/12
মকর রাশি- দিনভর আনন্দ করতে পারবেন। পারিবারিক বিষয়ে চিন্তা বাড়তে পারে। বাইরের কারও সঙ্গে আলোচনা করবেন না। বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে কাজে উৎসাহ পাবেন। ছোট কোনও কারণে চাপে থাকতে পারেন। 
11/12
কুম্ভ রাশি- ব্যবসায়ীদের জন্য সমস্যায় ভরা থাকবে দিন। কাজে বাধা তৈরি করতে পারে সহকর্মীরা। পরিবারে অতিথির আগমন হতে পারে। ভাইদের সঙ্গে ঝামেলা থাকলে তা কথা বলে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও যেতে পারেন। 
12/12
মীন রাশি- পরীক্ষায় কাঙ্খিত ফল মিলবে। সরকারি চাকরিজীবীরা সুবিধা পেতে পারেন। ভাল কাজে এনার্জি ব্যবহার করুন। সামাজিক কাজে আগ্রহ বাড়বে। মায়ের সঙ্গে কোনও বিষয়ে আপনার তর্ক হতে পারে। কথা মিষ্টিতা বজায় রাখতে হবে।
Sponsored Links by Taboola