Daily Astrology: স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, পদোন্নতির সম্ভাবনা এই রাশির জাতকদের; কেমন কাটবে শনিবার?
মেষ- মন থাকবে খুশি। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। সঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে আরও বেশি সজাগ থাকতে হবে। কোনও কাজে তাড়াহুড়ো করলে সমস্যা হতে পারে। চাকরির ক্ষেত্রে কোনও ভাল খবর পেতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ- বৃষ রাশির জাতকদের জন্য ভাল দিন। কারও সঙ্গে ডিনারে যেতে পারেন। পারিবারিক বিবাদ মিটবে। রক্তের সম্পর্কের কারও থেকে সাহায্য পাবেন। ব্যয়ের বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে। কোনও ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। কাজের প্রয়োজনে কোথাও ঘুরতে যেতে পারেন।
মিথুন- লাভজনক দিন। পৈতৃক সম্পত্তি ভাগ পেতে পারেন। চাকরির প্রয়োজনে কোথাও যেতে পারেন। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা। মাথা কাজে লাগিয়ে কাজ করুন। তাতে কাজ শেষ করতে সমস্যা হবে না। কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাবেন।
কর্কট- পদোন্নতি এবং সম্মান বাড়বে। সামাজিক কাজে আগ্রহ বাড়বে। পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর হবে। আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত না। কর্মক্ষেত্রে বড় সাফল্যের সম্ভাবনা। তবে কাজের সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।
সিংহ- মন থাকবে খুশি। ব্যবসার দিক থেকে শুভ দিন। পরিকল্পনা বাস্তবায়িত হবে। পরিবারে সম্মান বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে কারও পরামর্শ পেতে পারেন। পরিবারে কারও বিয়েতে বাধা থাকলে তা কেটে যাবে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিলে জেতার সম্ভাবনা রয়েছে।
কন্যা- ব্যয়ের বিষয়ে সতর্ক হতে হবে। কোনও কাজ নিয়ে দ্বিধা করবেন না। কাজে ভুল হতে পারে। পুজো করার দিকে ঝোঁক বাড়বে। স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্ক হতে হবে। কোনও কাজ শুরুর জন্য ভাল সময়। পদোন্নতি এবং সম্মান বাড়বে। দুশ্চিন্তা বাড়তে পারে।
তুলা- মন থাকবে খুশি। বন্ধুর সঙ্গে বিনোদনমূলক কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সামাজিক কাজে আগ্রহ বাড়বে। দীর্ঘমেয়াদি কোনও কাজের পরিকল্পনা তা বাস্তবায়িত করতে পারেন। কাজের বিষয়ে বাড়বে দুশ্চিন্তা। আপনার সাহায্য চাইতে পারেন সন্তান।
বৃশ্চিক- সম্মান বৃদ্ধির সম্ভাবনা। রাজনীতির কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা নতুন পরিচিতি পাবেন। বৈবাহিক জীবন সুখের হবে। বাড়ির সমস্যা মিটবে। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে। ব্যয়ের আশঙ্কা রয়েছে। কোনও পুরস্কার পেতে পারেন।
ধনু- আর্থিক দিক থেকে শুভ দিন। বৈবাহিক সম্পর্ক সুখের হবে। স্ত্রীকে সারপ্রাইজ দিতে পারেন। কিনতে পারেন তাঁর পছন্দের জিনিস। নতুন কোনও যোগাযোগ লাভজনক হতে পারে। কাজের জন্য ভাইবোনের সাহায্য পাবেন।
মকর- আয় বৃদ্ধির সম্ভাবনা। বড় দাদার থেকে সাহায্য পাবেন। গাড়ি চালাতে হবে সতর্কতার সঙ্গে। স্বাস্থ্যের বিষয়ে আরও নজর দিতে হবে। কোনও সমস্যাকেই ছোট বলে মনে করবেন না। বড়দের পরামর্শ মেনে কাজ করুন।
কুম্ভ- ভাল কাটবে দিন। সম্পত্তি কেনা-বেচার জন্য আদর্শ দিন। প্রয়োজনীয় জিনিস কিনতে প্রচুর টাকা ব্যয়। প্রেমের সম্পর্কে দারুণ সময়। আরও দ্রুত কাজ করতে হবে। ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। একসঙ্গে বসে পারিবারিক বিবাদ মিটিয়ে নিন।
মীন- ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নাহলে তা আপনার কাজের উপর প্রভাব ফেলবে। কাউকে কথা দেওয়ার আগে ভেবে নিন একবার। আপনার মনের কথা বলবেন না সহকর্মীকে। নাহলে সে তার সুবিধা নেবে। পুরস্কার পেতে পারে সন্তান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -