Daily Astrology: সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা, স্ত্রীর সঙ্গে বিবাদ, কেমন কাটবে শনিবার?
Horoscope Today: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
ফাইল ছবি
1/12
মেষ- ভালই কাটবে দিন। সুন্দর থাকবে ঘরের পরিবেশ। সন্তানের থেকে ভাল খবর পেতে পারেন। কোনও আত্মীয় আসতে পারেন বাড়িতে। বাড়িতেই মিটিয়ে নিন ঝামেলা। তাতে বন্ধন হবে দৃঢ়। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।
2/12
বৃষ- কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। সর্দি কাশির আশঙ্কা রয়েছে। তাই সাবধানে থাকতে হবে। চাকরি পরিবর্তন করতে চাইলে এখনই করতে পারেন। কাজের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিলে মন দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে করুন।
3/12
মিথুন- ঝামেলা থাকবে দিনভর। ব্যবসায়ীদের আরও বেশি কাজের ক্ষেত্রে মন দিতে হবে। পার্টনারশিপের কাজে সমস্যায় পড়তে পারেন। কোনও সহকর্মীর সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন। তাতে কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। নতুন কাজের দায়িত্ব দিতে পারেন মা।
4/12
কর্কট- সামাজিক সম্মান বাড়বে। ব্যক্তিত্ব বাড়বে আপনার। কারও থেকে ধার নিলে তা শোধ করতে হবে। পরিবারের কারও সঙ্গে ঘুরতে যেতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ তথ্য কানে আসতে পারে। সম্পর্ক আরও মজবুত হবে। ঝগড়ায় ইন্ধন জোগাবেন না।
5/12
সিংহ- একসঙ্গে বসে পারিবারিক সমস্যা মেটাতে হবে। ব্যবসায় সহকর্মীর সাহায্য পাবেন। কারও সঙ্গে বিবাদ হলে মিটে যাবে। চারপাশের মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে। স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
6/12
কন্যা- কাজের বিষয়ে আরও সতর্ক হতে হবে। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নয়। ভাষা ব্যবহারের বিষয়ে আরও সতর্ক হতে হবে। নাহলে সংসারে অশান্তি বাড়বে। আপনার কথায় খারাপ লাগতে পারে সন্তানের। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় মন ভাল থাকবে।
7/12
তুলা- গাড়ি কিনতে পারেন। সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। ঋণের আবেদন করলে তা সহজেই পেয়ে যাবেন। ধর্মীয় কাজের আয়োজন করতে পারেন। কাউকে কোনও কথা দিলে তা রাখতে হবে। কোনও কাজের জন্য টাকা আটকে গেলে তা ফেরত পাবেন।
8/12
বৃশ্চিক- সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। আইনি ঝামেলা থেকে মুক্তি। উন্নতিতে বাধা এলে তা কেটে যাবে। পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। পার্টনারশিপের কাজে আরও বেশি সতর্ক হতে হবে। কথা বলার আগে ভেবে কথা বলুন।
9/12
ধনু- ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। পিকনিকে নিয়ে যেতে পারেন সন্তানকে। গাড়ি ব্যবহারে সতর্ক হতে হবে। আপনার পছন্দের কোনও জিনিস চুরি হয়ে যেতে পারে। কোনও আত্মীয়র থেকে ভাল খবর পেতে পারেন। ব্যবসার পরিধি আরও বৃদ্ধি হবে।
10/12
মকর- জটিলতা থাকবে দিনভর। না ভেবে কাজ করলে আফশোস করতে হবে। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে। দীর্ঘমেয়াদি কোনও কাজের পরিকল্পনা করলে তা থেকে ফল পাবেন। মনের ইচ্ছে পূরণ হবে। কোনও বিষয়ে দুশ্চিন্তা থাকলে তা চলে যাবে।
11/12
কুম্ভ- ধার বাকি থেকে সাবধান। আইনি বিষয়ে ঝামেলা বাড়বে। অকারণে রেগে যাবেন না। আপনার আচরণে রেগে যাবেন পরিবারের কোনও সদস্য। বড় কোনও কাজের দায়িত্ব দিতে পারেন মা। কারও কথায় অনুপ্রাণিত হবেন না। ব্যবসায় বাধা আসতে পারে।
12/12
মীন- পুরনো কাজ শেষ করতে পারবেন। আয়ের পথ প্রশস্ত হবে। সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কাজে আরও সতর্ক হতে হবে। পারিবারিক ঝামেলা বাড়বে। সঙ্গীর থেকে কোনও বিশেষ চমক পেতে পারেন।
Published at : 24 Jan 2025 03:02 PM (IST)