Daily Astrology: শনিবার হতে পারে বড় বিপদ, অর্থ ব্যয়ের আশঙ্কা এই রাশির জাতকদের

Horoscope Tomorrow: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)। 

ফাইল ছবি

1/12
মেষ- ভাগ্যের দিক থেকে শুভ দিন। পরিবারকে সময় দিতে পারবেন। কোনও বিষয়ে সুবিধা পাবেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। মানসিক শান্তি বাড়বে। মন খুশি থাকবে। পারিবারিক অশান্তি বাড়বে। তবে বর্ষীয়ান কারও সাহায্য সমস্যার সমাধান করতে পারবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।  
2/12
বৃষ- আত্মবিশ্বাস বজায় থাকবে। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে আরও মনোযোগী হতে হবে। পরীক্ষার ফল ভাল হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন। ভুল পথে আয় করতে যাবেন না। অকারণে রাগ করার প্রবণতা কমাতে হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। 
3/12
মিথুন- আইনি বিষয়ে জটিলতা কাটবে। পুরনো কোনও সমস্যা মেটাতে পারবেন। কোনও বিষয়ে দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সঙ্গীর জন্য কোনও চমকের পরিকল্পনা করতে পারেন। চাকরি পেতে পারেন। রাজনৈতিক পরিচিতি বাড়বে। 
4/12
কর্কট- ইতিবাচক ফল পাবেন। বিশেষ কারও সঙ্গে পরিচয় হতে পারে। কর্মক্ষেত্রে নিয়ম ভাঙবেন না। নাহলে শাস্তির মুখে পড়তে পারেন। সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। মন অশান্ত থাকতে পারে। নতুন কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়ারা। 
5/12
সিংহ- সামাজিক কাজে অংশ নিতে পারেন। আপনার ভাল মনের সুবিধা নিতে পারে কেউ। সামাজিক সম্মান বাড়বে। কোনও গোপন শত্রু ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। টাকাপয়সার বিষয়ে অপিরিচিত কাউকে বিশ্বাস করবেন না। 
6/12
কন্যা- সমস্যায় কাটবে দিন। ব্যবসায় সমস্যা হলে দুশ্চিন্তা নয়। কথা বলে পারিবারিক সমস্যা মেটাতে হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে বড় বিপদ হতে পারে। আয়ের পথ খুলতে পারে। বাড়িতে পুজোর আয়োজন করতে পারেন। 
7/12
তুলা- দিন ভাল কাটবে। ব্যবসার ক্ষেত্রে বড় দায়িত্ব নিতে হতে পারে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঘুরতে হবে। নাহলে আরও বিগড়ে যেতে পারে। ভাষা এবং ব্যবহারের বিষয়ে সতর্ক হতে হবে। কাজের বিষয়ে আরও বেশি মন দিতে হবে। শোনা কথা বিশ্বাস করবেন না। 
8/12
বৃশ্চিক- আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। বন্ধুর থেকে চমক পেতে পারেন। চাকরির সুযোগ আসতে পারে। বাড়ি সংস্কারের কাজে হাত দিতে পারেন। কাউকে টাকা ধার দেবেন না। শ্বশুর বাড়ির তরফে কারও সঙ্গে ঝামেলা হতে পারে। 
9/12
ধনু- কেরিয়ারে আরও বেশি নজর দিতে হবে। আপনার মনের ইচ্ছে পূরণ করবে সন্তান। সন্তানের স্বার্থে টাকাপয়সা নিয়ে পরিকল্পনা করতে হবে। সন্তানের ভবিষ্য়তের জন্য বিনিয়োগ করতে হবে। কারও থেকে কোনও সাহায্য চাইলে সহজেই পেয়ে যাবেন। অযথা ঝামেলা করবেন না। 
10/12
মকর- মন ভাল থাকবে। আপনার চারপাশের পরিবেশ ভাল থাকবে। পরিবারের কেউ কোনও পরামর্শ দিলে তা অবশ্য়ই মেনে চলতে হবে। ব্যবসার কাজে দূরে কোথাও যেতে হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আপনার কথায় গুরুত্ব দেবেন পরিবারের সদস্যরা। কোনও তথ্য কাউকে বলবেন না। 
11/12
কুম্ভ- ব্যবসায় ভাল ফল পাবেন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কাজের জন্য ভাল দিন। পরিবারের কেউ টাকা ধার চাইতে পারেন। কাজের বিষয়ে আরও বেশি মন দিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন পড়ুয়ারা। 
12/12
মীন- শারীরিক দুর্বলতা থাকবে। কাজের ক্ষেত্রে টালমাটাল পরিস্থিতি। বিনোদনে অংশ নিতে পারবেন বন্ধুদের সঙ্গে। কারও সঙ্গে দেখা হলে অনুপ্রেরণা জোগাবে। ব্যবসায় শত্রু বৃদ্ধির আশঙ্কা। পরিবারের কোনও সদস্য পুরস্কৃত হতে পারেন। 
Sponsored Links by Taboola