Daily Astrology: মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, আঘাত লাগার আশঙ্কা, মঙ্গলে কার মঙ্গল?

Horoscope Tomorrow: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)। 

ফাইল ছবি

1/12
মেষ- আয়ের পথ খুলবে। পারিবারিক বিবাদ বাড়তে পারে। কোনও কাজ স্থগিত করলে তাতে সমস্যা বাড়বে। বাবা মায়ের আশীর্বাদে বাকি থাকা কাজ শেষ হবে। ব্যবসায় পরিবর্তনের সম্ভাবনা। তাতে লাভ হবে। উন্নতিতে বাধা আসলে কেটে যাবে।
2/12
বৃষ-আনন্দে কাটবে দিন। আপনার আশা পূরণ করবে সন্তান। অপ্রয়োজনীয় খরচা করবেন না। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। তাতে দুশ্চিন্তা করবেন না। বন্ধুর ব্যবহারে খারাপ লাগতে পারে। অবিবাহিতদের জন্য খুশির খবর। কাজের খবর পেতে পারেন।
3/12
মিথুন- সুযোগ সুবিধা বৃদ্ধির সম্ভাবনা। বাড়িতে অতিথি আসতে পারে। তাতে মন খুশি থাকবে। পরিবারের কোনও সদস্যের বিয়ে পাকা হতে পারে। ব্যয় কমাতে হবে। কারও সঙ্গে সতর্ক হয়ে কথা বলতে হবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করতে হবে।
4/12
কর্কট- ব্যস্ততায় কাটবে দিন। দায়িত্ব পূরণ করতে পারবেন। কারও টাকা ধার নিলে তা শোধ দিতে পারবেন। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তার দিন শেষ। চাকরি পাওয়ার সম্ভাবনা। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।
5/12
সিংহ- আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নয়। দুর্গতদের পাশে দাঁড়ানোর সুযোগ হাতছাড়া করবেন না। সন্তানের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক কোনও সমস্যা চললে তা কেটে যাবে দ্রুত। মায়ের সঙ্গে ভাবনাচিন্তা করে কথা বলতে হবে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন।
6/12
কন্যা- সৃজনশীল কাজে মন দিন। চর্চার মাধ্যমেই উন্নতি সম্ভব। কর্মক্ষেত্রে সবার মন জয় করতে পারবেন। ভাষা এবং ব্যবহারে সতর্ক হতে হবে। বাড়ির কাজে মন দিতে হবে। শপিং করতে যেতে হতে পারে। কোনও আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে। কারও কারও থেকে নিজের ভালর জন্য দূরত্ব বজায় রাখতে হবে।
7/12
তুলা- কোনও কাজ করার আগে ভেবে নিন। কারও কথায় অনুপ্রেরণা পাবেন। ব্যবসার কাজে কারও উপর নির্ভর করতে হবে। লোকসানের আশঙ্কা। ধর্মীয় কাজে মন দিতে পারবেন। ভ্রমণের পরিকল্পনা করলে তা সফল হবে। তবে ব্যয় কমাতে হবে।
8/12
বৃশ্চিক- ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। সন্তানের সঙ্গে ভাল সময় কাটবে। পরিবারের কারও বিয়ে হতে পারে। তাতে বাড়িতে খুশি থাকবে। ডায়েটে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কারও কথায় প্রভাবিত হবেন না। সরকারি প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।
9/12
ধনু- নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কোনও গুরুত্বপূর্ণ কাজ স্থগিত করবেন না। টাকা বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা পূর্ণ হবে। পরিবারে ভাল পরিবেশ থাকবে। কারও সঙ্গে ঝগড়া হতে পারে। সব কাজে স্ত্রীর সমর্থন পাবেন। স্বল্প মেয়াদী বিনিয়োগে নজর দিতে হবে।
10/12
মকর- ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। পারিবারিক বিবাদে জড়াবেন না। কারও থেকে টাকা ধার নিলে তা ফেরত দিতে হবে। ব্যবসায় পরিবর্তন হলে সমস্যা বাড়বে। কোনও সমস্যা হলে পরিবারের সদস্যদের জানান।
11/12
কুম্ভ- শারীরিক ব্যথা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। ছড়িয়ে পড়বে সুনাম। সন্তানের থেকে কোনও ভাল খবর পাবেন। বাইরে কোথাও চাকরির সুযোগ আসবে। যে কাজে হাত দেবেন তাতে পাবেন সাফল্য। প্রতিযোগিতামূলক মনোভাব বজায় থাকবে।
12/12
মীন- কঠোর পরিশ্রম করতে হবে। শত্রুপক্ষের থেকে সাবধান। পার্টনারশিপের ব্যবসায় লাভের সম্ভাবনা। ব্যবসায় কোনও পরিকল্পনা থাকলে তা বাস্তবায়িত হবে। প্রযুক্তিগত সমস্যায় পড়বেন। বাড়ির পরিবেশ থাকবে ভাল।
Sponsored Links by Taboola