Laxmi-Narayan Yog: লক্ষ্মী-নারায়ণ যোগে কাল কপাল খুলছে এই ৪ রাশির, হাতে আসবে অর্থ; উপচে পড়বে সুখ-সমৃদ্ধি
Shubha Yog: রাশিফলের যে কোনও ঘরে বুধ ও শুক্রের মিলন থাকলে লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হয়।
লক্ষ্মীদেবী
1/10
লক্ষ্মী-নারায়ণ যোগকে খুবই শুভ যোগ বলে মনে করা হয়। এই যোগে ভাল ফল পাওয়া যায়।
2/10
রাশিফলের যে কোনও ঘরে বুধ ও শুক্রের মিলন থাকলে লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হয়। এই যোগে পরিবার বা ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
3/10
বর্তমানে বুধ এবং শুক্র উভয়ই সিংহ রাশিতে অবস্থিত। ৩১ জুলাই শুক্র তার রাশিচক্র কর্কট থেকে সিংহ রাশিতে পরিবর্তন করেছে।
4/10
বুধ আগে থেকেই সিংহে উপস্থিত ছিল। বুধ ১৯ জুলাই সূর্যের রাশিচক্র সিংহে প্রবেশ করেছিল। এই দুইয়ের সংমিশ্রণে সিংহ রাশিতে গড়ে উঠেছে লক্ষ্মী নারায়ণ যোগ।
5/10
এই যোগ গঠনের সঙ্গে ব্যক্তি শুভ ফল পায় এবং রাতারাতি ধনী হয়। ৪ অগাস্ট রবিবার দিনটিও বিশেষ। কারণ, এই দিনে সিংহ রাশিতে লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক লক্ষ্মী-নারায়ণ যোগ গঠনের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হতে চলেছে।
6/10
মিথুন রাশি- মিথুন রাশির জাতকরা লাভবান হবেন। ব্যবসায়ীদের ভাগ্য খুলে যাবে। ছাত্র-ছাত্রীরা আজ সাফল্য পাবে। চাকরিজীবীরা আজ নিজের ফিল্ডে সাফল্য পাবেন।
7/10
কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা ব্যবসায় লাভবান হবেন। আজ আপনার আয় বাড়তে পারে। যাঁরা ফিনান্সে কাজ করছেন তাঁরা ভাল লাভ পাবেন। কর্মক্ষেত্রে স্মার্ট কাজ করুন, দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে।
8/10
কন্যা রাশি- এই রাশির জাতকদের ব্যবসায় আজ গতি আসতে পারে। আপনি যদি ডিলারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত হন, তবে আপনার ফোকাস শুধুমাত্র আপনার ব্যবসার দিকে থাকবে যাতে সময়মতো অর্ডার সম্পূর্ণ করতে সফল হতে পারেন। ব্যবসায়ীদের সম্মান বাড়বে।
9/10
বৃশ্চিক রাশি- এই রাশির জাতকদের ভাগ্য আজ চমকাবে। ইলেক্ট্রনিক্সের ব্যবসায় জড়িত থাকলে আজ সাফল্য পেতে পারেন। দীর্ঘদিন পর ভাল লাভ করতে চলেছেন।
10/10
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 03 Aug 2024 09:23 AM (IST)