Mahashivratri 2023: বেলপাতাতেই তুষ্ট হন শিব? কী উপায়ে পুজো করলে সিদ্ধিলাভ?
শিবভক্তরা এই শিবরাত্রির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। ভোলেনাথের এই মহাউৎসব বেশ আড়ম্বরে পালন হয় গোটা দেশেই। জ্যোতিষশাস্ত্রজ্ঞরা বলে থাকেন, শিবরাত্রির দিনে বিশেষ কিছু দিয়ে পুজো করলে মহাদেব খুশি হন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্রী অনীশ ব্যাসের মতে, শিবকে নানাভাবেই পুজো করা যায়। পুজো করার সময় বেলপত্র নিবেদন করলে অনেক উপকার পাওয়া যায়।
বলা হয়ে থাকে, বেল গাছের নিচে তপস্যা করছিলেন তখন মা পার্বতী পুজোর সামগ্রী আনতে ভুলে গিয়ে বেলপাতার পাতা দিয়ে সম্পূর্ণ ঢেকে দিয়ে ভোলেনাথের পুজো শুরু করেন। এতে ভোলেনাথ সন্তুষ্ট হন এবং তখন থেকেই তাকে বেলপত্র নিবেদন করা হয়।
মহাশিবরাত্রির দিন যে স্বামী-স্ত্রী একসঙ্গে ভগবান শিবকে বেলপত্র অর্পণ করেন, তাদের বিবাহিত জীবন সুখের হয় এবং তারা সন্তানের সুখও পায়।
শিবরাত্রির দিন দই দিয়ে শিবের রুদ্রাভিষেক করলে অর্থনৈতিক ক্ষেত্রে আসা সমস্ত সমস্যাও দূর হয়।
শিবরাত্রির দিনে 'ওম পার্বতীপতয়ে নমঃ' মন্ত্রটি ১০৮ বার জপ করারও নিদান দেন অনেকে। এই কাজটি করলে জীবনে অর্থাভাব হবে না কখনও।
সব সময় তিনটি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনও দাগ না থাকে। শিবলিঙ্গে অর্পণের আগে ভাল করে ধুয়ে বেলপাতার মসৃণ দিকটি অর্পণ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -