Makar Sankranti: মকরসংক্রান্তিতে পাঁচ রাশির জাতকরা পাবেন সূর্যদেবের আশীর্বাদ! আপনার রাশি আছে কি?
রবিবার মকর সংক্রান্তি। আর এই মহাযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিন্দুধর্মে। কারণ এই দিনের ভোরে যেমন তর্পনের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করা হয়, তেমনই এই দিনে নানা শুভকাজ শুরু করার রীতিও রয়েছে দিনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্র মতেও এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এইদিনে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের উল্লেখযোগ্য স্থান পরিবর্তন ঘটে। ফলে অনেক রাশির জাতকরা এর সুবিধালাভ করেন। আর আসন্ন।মকর সংক্রান্তিতেও সূর্যের আশীর্বাদ লাভ করবেন বেশ কিছু রাশির জাতকরা। একনজরে দেখে নিন, আপনি সেই তালিকায় আছেন কিনা।
এইদিনে জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রবল। এছাড়াও বাকপটুতা ও বুদ্ধির জেরে সফলতা আসবে জাতকদের। উজ্জ্বল হয়ে উঠবে আগামীর পথ।
এই রাশির ব্যবসায়ীরা এদিন ভালো লাভ করতে পারবেন। পরিশ্রমের ফল মিলবে। এছাড়াও কর্মক্ষেত্রে নতুন কিছু পাওয়ার আশাও রয়েছে দিনটিতে।
এই রাশির জাতক যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই দিনটি তাদের জন্য সাফল্যের প্রতিফলন বয়ে আনবে। এছাড়াও আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হতে পারেন জাতকরা।
নতুন কোনো কাজ বা ব্যবসা শুরুর ক্ষেত্রে এই দিনটি এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। এছাড়াও দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন জাতকরা।
মকর সংক্রান্তির দিন এই রাশির জাতকরা সবথেকে বেশি লাভবান হয়ে উঠবেন। যেকোনো কাজেই সাফল্য আসবে দিনটিতে। নতুন উদ্যম পাবেন জাতকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -