Mars Transit 2024: ১২ জুলাই থেকে সাবধানে থাকুন এই ৪ রাশি, চাকরি-ব্যবসায় আসতে পারে জটিলতা !
গ্রহদের সেনাপতি মঙ্গল ১২ জুলাই আষাঢ় শুক্লার ষষ্ঠী তিথিতে সন্ধে ৬টা ৫৮ মিনিটে মেষ রাশি থেকে শুক্রের রাশি বৃষ রাশিতে গোচর হতে চলেছে
মঙ্গল গোচর ২০২৪
1/10
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে খুব শক্তিশালী গ্রহ বলে মনে করা হয়। যার শুভ প্রভাবে মানুষ অনেক উন্নতি করে।
2/10
কিন্তু কুণ্ডলীতে মঙ্গল দুর্বল হলে সাহস এবং শক্তির অভাব দেখা দেয়। যে কারণে কেরিয়ার ও ব্যবসায় সমস্যা শুরু হয়।
3/10
গ্রহদের সেনাপতি মঙ্গল ১২ জুলাই আষাঢ় শুক্লার ষষ্ঠী তিথিতে সন্ধে ৬টা ৫৮ মিনিটে মেষ রাশি থেকে শুক্রের রাশি বৃষ রাশিতে গোচর হতে চলেছে।
4/10
২৬ অগাস্ট পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতেই থাকবে । তাতে এই ৪৬ দিন কিছু রাশিচক্রের সমস্যা হবে। জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের গোচর ঝামেলাপূর্ণ হবে।
5/10
মিথুন রাশি - মঙ্গল এই রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে। এই পরিস্থিতিতে, আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। আপনার স্বাস্থ্য খারাপ থাকলে তা আপনার কাজেও প্রভাব ফেলবে। আপনি ব্যর্থতার সম্মুখীন হতে পারেন।
6/10
মিথুন রাশি - অপ্রত্যাশিতভাবে খরচ বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে চাকরিজীবীদের জন্য সময়টা আরও বেদনাদায়ক হবে।
7/10
কর্কট রাশি - মঙ্গল ১২ জুলাই কর্কট থেকে একাদশতম ঘরে গমন করবে। যে কারণে আপনার অনেক কাজে বাধা আসতে পারে। পেশা ও ব্যবসায় বাধা আসবে। এছাড়া ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতিও হতে পারে। এই সময়ে আপনি আরও মানসিক চাপ অনুভব করবেন।
8/10
বৃশ্চিক রাশি- মঙ্গল আপনার রাশিচক্র থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে, যা বিয়ের স্থান হিসাবে বিবেচিত হয়। এই পরিস্থিতিতে, মঙ্গল গ্রহের গোচর আপনার বিবাহিত জীবনে বিরূপ প্রভাব ফেলবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কে বিবাদের পরিস্থিতি তৈরি হবে। পার্টনারশিপে করা ব্যবসায় লাভ কম হবে।
9/10
কুম্ভ রাশি - কুম্ভ রাশির চতুর্থ ঘরে মঙ্গল গোচর করবে। যার ফলে খরচ বাড়বে। এছাড়াও, অসুস্থতা বা অন্য কোনও কাজের কারণে আরও ব্যস্ততা বাড়বে। এই সময়টি আপনার জন্য কিছুটা বেদনাদায়ক হতে পারে।
10/10
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 07 Jul 2024 04:37 PM (IST)