Relationship Astrology : এই ৪ রাশি সম্পর্কে অত্যন্ত পোজেসিভ, পার্টনারকে ছাড় দেয় না এতটুকুও
ভালবাসায় অধিকার বোধ থাকবেই। কিন্তু কোনও কোনও সেটা গলার ফাঁস হয়ে যায়। যখন পার্টনার অন্যজনকে নিজের সম্পত্তি মনে করেন। কেউ কেউ মনে করে তার সঙ্গে সম্পর্কে থাকা মানুষটির জীবনে প্রতিটি মুহূর্ত কাটবে তাঁর ইচ্ছেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনও কোনও ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সম্পর্কে অধিকারবোধ এত তীব্র হয় যে অন্যজন নিজের থেকে যে কোনও পদক্ষেপ নিতে ভয় পান। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কয়েকটি রাশির মধ্যে এই প্রবণতা অতি তীব্র।
যেমন বৃষ রাশি । এঁদের জন্ম তারিখ 20 এপ্রিল - 20 মে-র মধ্যে। বৃষ রাশির অধিকারবোধ খুব তীব্র। আসলে এরা অধিকারবোধ খাটিয়ে সম্পর্কটা নিরাপদে রাখতে চায়। এঁরা পার্টনারের থেকে নিখুঁত আনুগত্য এবং বিশ্বস্ততা আশা করে।
বৃষ রাশির মানুষরা শুধু মানুষ নয়, নিজেদের কোনও বস্তুর প্রতিও পোজেসিভ হয়। অন্যদের সঙ্গে ভআগ করে নিতে চান না। তবে সবাই যে এমনটাই হবেন তার কোনও মানে নেই।
বৃশ্চিক রাশির মানুষরাও খুবই পোজেসিভ। এঁদের জন্ম 23 অক্টোবর থেকে 21 নভেম্বরের মধ্যে হয়। এই রাশির মানুষরা সন্দেহপ্রবণ হয়। এরা পার্টনার কারও সঙ্গে কথা বললেই ঈর্ষা করে।
এই রাশির মানুষরা সব সময় ভয় পায়, সঙ্গীরা যদি তাকে ছেড়ে চলে যায়। সব সময় বিশ্বাসঘাতকতার ভয় পান; । সঙ্গীকে আপনার নিয়ন্ত্রণে রাখতে চান।
এই রাশির জাতকরা নিজের স্বাধীনতাকে মূল্যবান বলে মনে করেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে সঙ্গীর কাছ থেকে সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন ।
সিংহ রাশির জাতকরাও খুব পোজেসিভ হয়। এদের জন্ম ২৩জুলাই থেকে ২২অগাস্টের মধ্যে। এই রাশির জাতকরা সুন্দর জিনিস এবং সুন্দর মানুষ পছন্দ করে। সব সময় নিজের প্রশংসা শুনতে চায়।
এই রাশির জাতকরা এইরকম গুণসম্পন্ন ব্যক্তিদেরই পছন্দ করে। এরা শো-অফ করতে পছন্দ করে। এরা চায় সঙ্গী তাদের কাছে সব কথা বলুক, তা সে যত তুচ্ছ বিষয়ই হোক না কেন।
কর্কট রাশির জাতকরাও সম্পর্কে খুব পোজেসিভ। এদের জন্ম ২১ জুন - ২২জুলাইয়ের মধ্যে। এরা সম্পর্ককা খুব আঁকড়ে থাকতে চান। সেটি বাড়াবাড়ি হয়ে গেলে যুক্তি দেয়, এটাই তাদের ভালবাসা। এদের অধিকার বোধ ভালবাসাকে ছাপিয়ে যেতে পারে। এতটাই এই রাশির কাছের মানুষরা শ্বাসরুদ্ধ মনে করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -