Mouni Amavasya: শনিবারের অমাবস্যায় ঘটতে চলেছে এক শুভ যোগ! ভাগ্য ফিরতে পারে কোন কোন রাশির?
পঞ্জিকা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ২১ জানুয়ারি ২০২৩, মাঘ মাসের অমাবস্যার দিনে বিশেষ যোগ তৈরি হতে চলেছে। বৈদিক হিন্দুধর্মে এই দিনের বিশেষ তাৎপর্যও রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপৌরাণিক বিশ্বাসে মাঘ মাসের অমাবস্যা তিথিতে দান করলে সকল প্রকার দুঃখ-কষ্ট ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই মাঘ মাসের মৌনী অমাবস্যা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুরাণ অনুসারে মাঘ মাসে শনিশ্চরি অমাবস্যায় তীর্থস্নান বা পবিত্র নদীতে স্নান করলে সকল প্রকার পাপ দূর হয়। এই উৎসবে করা দান অনেক যজ্ঞ করার মতো পুণ্য ফল দেয়।
২০ বছর পর এমন কাকতালীয় ঘটনা। ২১ জানুয়ারি শনিবার মাঘ মাসের প্রথম শনিশ্চরি অমাবস্যা। শনিবারে অমাবস্যার শুভ ঘটনা খুব কমই ঘটে। এমন একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটেছিল ২০ বছর আগে অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০০৩ সালে।
মাঘ মাসের অমাবস্যা শনিবার এবং এই দিনে মৌনী অমাবস্যা উৎসবও পালিত হবে । এমন একটি যোগ আবার চার বছর পর অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি তৈরি হবে। এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, হর্ষ যোগ, ব্রজ যোগ, চতুর পদ করণ যোগও তৈরি হচ্ছে।
শনিশ্চরি অমাবস্যার সঙ্গে শনিও মিলিত হয়। এই বিশেষ উপলক্ষ্যে ভগবান শিব, শ্রী হরিবিষ্ণু এবং অশ্বথ্থ গাছের পুজো করলে সমৃদ্ধি আসবে এবং জীবনের ঝামেলাও দূর হবে।
পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের মৌনী অমাবস্যা শুরু হবে ২১ জানুয়ারি সকাল ৬.১৭ মিনিটে। যা সারাদিন থাকবে এবং রাত আনুমানিক ২.২২ পর্যন্ত থাকবে। সেজন্য স্নান-দান, পিতৃপুরুষের শ্রাদ্ধ ও পুজো শুধুমাত্র শনিবারই করা শুভ হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -