New Year 2022 Vastu Tips: বাস্তু টিপস- নতুন বছরে এই জিনিসগুলি বাড়িতে আনলে প্রসন্ন হবেন মা লক্ষ্মী
নতুন বছরকে নিয়ে অনেকের মনেই অনেক আশা থাকে। আর কয়েকদিনের মধ্যেই ২০২১ শেষ হয়ে আসছে ২০২২ সাল। প্রত্যেকেই চায়, নতুন বছর যেন তাদের জীবনে শুভ হয়ে ওঠে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাস্তু শাস্ত্রে এমন কিছু উপায় বলা হয়েছে যাতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠতে পারে। বাস্তু শাস্ত্র অনুযায়ী, কী করলে জীবন হাসিখুশি ও সুখসম্বৃদ্ধিতে ভরে উঠতে পারে, জেনে নেওয়া যাক। ২০২২ নতুন বছরের জন্য বাস্তু টিপস।
নতুন বছরে বাড়িতে রুপোর হাতি নিয়ে আসতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী মনে করা হয় যে, হাতির মূর্তি বাড়িতে রাখলে শান্তি ও সুখ-সম্বৃদ্ধি আসে। চাকরিতে উন্নতি হয়। রাহু-কেতুর কুপ্রভাব দূর করে।
বাস্তু শাস্ত্র অনুসারে, বাড়িতে ধাতুর কচ্ছপ আনতে পারেন। বাড়িতে রুপো, পিতল ও ব্রোঞ্জ দিয়ে তৈরি কচ্ছপের মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়। তা বাড়ির উত্তর দিকে রাখলে নেতিবাচক শক্তি দূরে সরে যায়। বাড়ির লোকজনের উন্নতি শুরু হয়।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে লাফিং বুদ্ধ রাখাও শুভ বলে মনে করা হয়। নতুন বছরে বাড়িতে লাফিং বুদ্ধ আনতে পারেন। বাড়ির উত্তর-পূর্বে এই মূর্তি রাখা শুভ মনে করা হয়। বাড়িতে লাফিং বুদ্ধ রাখলে ধনসম্পদে কখনও কম হয় না।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ি ময়ূরের পালক রাখাও খুবই শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, এতে ভাগ্যের পথে থাকা সমস্ত বাধাবিপত্তি এতে দূর হয়।
নতুন বছরে গোমতী চক্রও বাড়িতে আনতে পারেন। তা এনে সিঁদুরের কৌটোয় রাখা দরকার। মান্যতা অনুসারে, ১১ গোমতী চক্র হলুদ বস্ত্রে জড়িয়ে সিন্দুকে রাখলে সম্বৃদ্ধি আসে।
নতুন বছরে মানি প্ল্যান্ট বা তুলসীর চারা বাড়িতে লাগাতে পারেন।
বাস্তু অনুসারে, এই গাছগুলি লাগালে বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি পায়।
বাড়িতে মোতিশঙ্খ রাখাও শুভ বলে মনে করা হয়। মোতি শঙ্খ বিধিবিধান অনুসারে পুজো করে সিন্দুকে রাখলে বাড়ি, কর্মস্থল, দোকানে অর্থ অবিচল থাকে এবং আয় বৃদ্ধি পায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -