Numerology Prediction: চাকরিতে উন্নতি হতে পারে কাদের, কাদের হাত থেকে টাকা বেরিয়ে যেতে পারে জলের মতো, নামের আদ্যাক্ষর অনুযায়ী যেমন কাটবে জুলাই

Astrology: আগাম ধারণা থাকলে, আগে থেকে সতর্ক হতে পারি আমরা। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, জুলাই কেমন কাটবে, জেনে নিন।

ছবি: পিক্সাবে।

1/10
সময় থেমে থাকে না কারও জন্যই। কার্যত চোখের পলকেই কেটে যাচ্ছে একটার পর একটা দিন। ফলে হাতে সময় কম অথচ কাজ বাকি থেকে যাচ্ছে।
2/10
জুন পেরিয়ে জুলাই মাস এসে হাজির হয়েছে। গোটা মাস কেমন কাটতে পারে, তা জানতে উৎসুক আমরা অনেকেই। সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামের আদ্যাক্ষর অনুযায়ী তার আঁচ পাওয়া যেতে পারে।
3/10
ইংরেজিতে নামের আদ্যাক্ষর যদি A, I, J, Q বা Y হয়, সে ক্ষেত্রে সাবধান হয়ে যাওয়া উচিত। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আগুপিছু ভাবনাচিন্তা করা প্রয়োজন। অফিসের রাজনীতি এড়িয়ে চলুন, কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। মাসের শেষ সপ্তাহে বাড়তি খরচ হতে পারে। এই সময় রিয়েল এস্টেটে বিনিয়োগের কথা ভাবতে পারেন।
4/10
B, K অথবা R দিয়ে নাম হলে কোনও চুক্তিতে সই করার আগে খুঁটিয়ে পড়ে নিন। ব্যবসার জন্য ভাল সময়। চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে।টাকাপয়সা নিয়ে একটু টানাটানি যেতে পারে। সম্পর্কেও চওড়া হতে পারে ফাটল। ভোগাতে পারে শরীরও।
5/10
C, G, L অথবা S দিয়ে নাম শুরু হলে চারপাশের সঙ্গে যোগাযোগ বাড়ান। কাজের জায়গায় গুজবে কান দেবেন না। বাজেট তৈরি করুন, নইলে জলের মতো টাকা খরচ হয়ে যেতে পারে। একাকী থাকলে, এই সময় জীবনে নতুন কারও প্রবেশের সম্ভাবনা রয়েছে।
6/10
D, M অথবা T দিয়ে নাম শুরু হলে ব্যবসায় লাভের সুযোগ রয়েছে। চাকরিজীবীরা কাজের জায়গায় হতাশ হতে পারেন। তবে সরাসরি সংঘাতে না গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা কাম্য। বুঝেশুনে চললে ঋণমুক্ত হতে পারেন। সম্পর্কে এই সময় বাইরের কাউকে ঢুকতে না দেওয়াই কাম্য।
7/10
নামের আদ্যাক্ষর যদি হয় E, H, N, তাহলে ব্যবসার জন্য ভাল সময়। চাকরিতে উন্নতি করতে চাইলে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন। খরচ এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন। নতুন সম্পর্কে জড়াতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটানো জরুরি।
8/10
U,V অথবা W দিয়ে নাম শুরু হলে ব্যবসায় সতর্কতা প্রয়োজন। চাকরির ক্ষেত্রে সবরকমের সংঘাত এড়িয়ে চলুন। চাকরি খুঁজছেন যাঁরা, সুখবর আসতে পারে। হাতে মোটামুটি টাকা থাকবে, তবে খরচের আগে ভাবুন। জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে হ্যাঁ বলার আগে দু’বার ভাবার প্রয়োজন রয়েছে।
9/10
নাম যদি O অথবা Z দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ব্যবসার জন্য ভাল সময়। চাকরিতে উন্নতি হতে সময় লাগবে। আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। পরিবার বা জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া এড়ান।
10/10
F অথবা P দিয়ে নাম হলে ব্যবসার প্রসার ঘটতে পারে যেমন, তেমনই চাকরিতে উন্নতি এবং বেতনবৃদ্ধি হতে পারে। তবে টাকাপয়সা নিয়ে টানাটানি যেতে পারে। ঋণ নেওয়ার আগে ভাবনাচিন্তা করুন। সম্পর্কে আরও ধৈর্যশীল হতে হবে। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Sponsored Links by Taboola