Zodiac Signs: সমাজ-সংসারের চাপে পরতে হয় বেড়ি, আসলে বহুগামী সম্পর্ক পছন্দ এই রাশির জাতকদের
বহুগামী সম্পর্কের রেওয়াজ আজকের নয় যদিও। একেবারে সূচনা পর্ব থেকেই এর অস্তিত্ব ছিল। সামাজিক রীতিনীতি, নৈতিক বোধ এবং সর্বোপরি ফলাফল বিবেচনা করে আজকাল গণ্ডির মধ্যে থাকতে শিখেছি আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু তাই বলে কি বহুগামী সম্পর্কের রীতি উঠে গিয়েছে! মোটেই নয়, তবে বদলে গিয়েছে সমীকরণ। একের বেশি জনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হলেও, বিষয়টি আড়ালে-আবডালেই থেকে যায়।
তবে কিছু মানুষ এমনও রয়েছেন, বহুগামিতা নিয়ে রাখঢাক নেই যাঁদের। কিছু মানুষ এমনও রয়েছেন যে, একেবারে বলে কয়েই একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে লিপ্ত হন। বেশির ভাগই যদিও বিষয়টি লুকিয়ে রাখেন কিন্তু কিছু রাশির মানুষ রয়েছেন, যাঁদের একাধিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রবণতা থাকে।
একজন মাত্র ব্যক্তির সঙ্গে সম্পর্কে সীমিত বোধ করেন মিথুন রাশির জাতকরা। মানসিক ভাবে অসম্পূর্ণ বোধ করেন। মনে হয় কিছু যেন বাকি থেকে যাচ্ছে।
মিথুন রাশির জাতকরা স্বভাব বশতই ফ্লার্ট করে থাকেন। বাঁধাধরা গতির মধ্যে না থেকে জীবনে পরীক্ষা নিরীক্ষা করতে ভালবাসেন। তাঁদের মতে, দু’জনের সম্পর্কে একজনের কথার ওজন বেশি হয়। অন্য জনকে তা মেনে চলতে হয় সারা ক্ষণ। তৃতীয় জন থাকলে, এ ক্ষেত্রে ব্যালেন্স হয়ে যায় বলে মত তাঁদের।
আপনা আপনি বা পরিস্থিতির চাপে নয়, বৃশ্চিক রাশির জাতকরা নিজে থেকেই একাধিক সম্পর্কে লিপ্ত হন। এ ক্ষেত্রে শুধু শারীরিক চাহিদা নয়, মানসিক, আধ্যাত্মিক চাহিদা এবং আবেগের তাগিদও থাকে।
বৃশ্চিক রাশির জাতকদের কাছে সামনের জন কোন লিঙ্গের বা তিনি কাকে দেখে আকর্ষিত বোধ করেন, এ সব তেমন গুরুত্ব রাখে না। চিন্তা-ভাবনা যদি মেলে এগিয়ে যান।এ মনকি জীবনে যাই ঘটুক না কেন, সেই সম্পর্ককে ত্যাগ করেন না।
একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়ার ক্ষেত্রে একাধিক কারণকে সামনে রাখেন কন্যা রাশির জাতকরা, তাঁদের মতে, যে ব্যক্তির সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ বোধ করা যায়, মানসিক সম্পূর্ণতা মেলে না তাঁর কাছ থেকে।
কন্যা রাশির জাতকরা একাধিক সম্পর্কে লিপ্ত হলেও, ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করেন। তাই সন্দেহ বা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলে, খোলাখুলি সেই কথা বলেন। সম্পর্কে কোনও পক্ষই কষ্ট পান, চান না।
মেষ রাশির জাতকরা আকর্ষণের কেন্দ্রে থাকতে পছন্দ করেন। তাই একের বেশি মানুষের কাছে গুরুত্ব পেলে, মনে মনে খুশি হন। তবে এঁরা নিজে থেকে কখনও এগিয়ে যান না। এগিয়ে আসতে হয় অন্য পক্ষকেই।
নিজে একাধিক সম্পর্কে লিপ্ত হওয়াই নয়, যাঁকে পছন্দ করেন, তিনি নিজেও যদি একাধিক সম্পর্কে জড়িত থাকেন, তাতেও আপত্তি নেই মেষ রাশির জাতকদের। বহুগামী সম্পর্কে জেনেশুনে যদি কেউ লিপ্ত হন তাঁদের সঙ্গে। তাতে নিরাপত্তা বোধ করেন মেষ রাশির জাতকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -