Zodiac Signs: বিচ্ছেদ, ব্যর্থতা, প্রিয়জন বিয়োগ, ভাঙা মন জোড়া লাগাতে জুড়ি নেই এঁদের
আঘাত করার লোকের অভাব পড়ে না জীবনে। কিন্তু দুঃসময়ে পাশা থাকার লোক পাওয়া যায় না। কঠিন সময়ে নিজেকেই গুছিয়ে নিতে হয় নিজের মতো করে। কিন্তু এ ক্ষেত্রে কিছু মানুষ ব্যাতিক্রমী হন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্পর্কে ইতি পড়ুক অথবা পর পর ব্যর্থতা, নিজের উপর থেকে বিশ্বাস উঠে যাওয়া বা ভেঙে চুরমার হয়ে যাওয়া মন, তাপ্পি লাগাতে জুড়ি নেই কিছু মানুষের। যে কোনও পরিস্থিতিতে তাঁদের সঙ্গে সময় কাটালেই মন ভাল হয়ে যায়।
কুম্ভরাশির জাতকরা কাছের মানুষদের নিয়ে অত্যন্ত স্পর্শকাতর হন। বন্ধু হোক বা ভাই-বোন, কঠিন পরিস্থিতিতে সঠিক রাস্তা দেখানোই নয় শুধু, মানসিক ভাবে সেরে উঠতে সাহায্য করেন।
জীবনের যে কোনও মুহূর্তে প্রশ্নের মুখোমুখি হতে হলে, কুম্ভরাশির জাতকদের দ্বারস্থ হওয়াই যায়। মোটামুটি ভাবে সব প্রশ্নের উত্তর থাকে এঁদের কাছে। পাশেও পাওয়া যায় প্রয়োজনে।
প্রিয়জনের সম্পর্ক ভাঙলে সবার আগে ছুটে যান কর্কট রাশির জাতকরা। কী ভাবে সেই পরিস্থিতি থেকে বেরনো যায়, পর্যায়ক্রমে পরিকল্পনা করে ফেলেন। সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়া হোক বা পুরনো স্মৃতি মুছে ফেলা, প্রিয়জনকে প্রতি পদে আগলে রাখেন এঁরা।
কর্কট রাশির জাতকরা আশ্বাস জোগানোর ক্ষেত্রে এগিয়ে থাকেন। যে চলে গিয়েছে, তার চেয়ে ঢের ভাল কারও আগমন ঘটবে জীবনে, এ কথা বন্ধুক বোঝাতে পারেন এঁরা।
কন্যারাশির জাতকদের গুরুগম্ভীর, নাকউঁচু বলে মনে হলেও, কাছের মানুষকে নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হন এঁরা। বন্ধুর মন ভাঙলে রাতের ঘুম উড়ে যায় এঁদের।
সময় যে সব ক্ষতে প্রলেপ লাগায়, তা ভাল বোঝেন কন্যারাশির জাতকরা। সেই কারণে ধৈর্য ধরে পথ দেখান বন্ধুকে। কোন সময় সম্পর্ক ভেঙে বেরিয়ে আসা উচিত, তাও বুঝতে পারেন এঁরা।
বন্ধুত্বে নিজেকে উজাড় করে দিতে পারেন বৃষরাশির জাতকরা। বন্ধুর মন ভাঙলে নিজের সব কাজ ফেলে ছুটে যান। নিজেকে শক্ত রেখে বন্ধুকে সামলান।
বৃষরাশির জাতকদের উপর থেকে দেখলে কঠিন বলে মনে হলেও, এঁদের মন আসলে অত্যন্ত নরম। কাছের মানুষের কথা খুঁটিয়ে শোনেন এঁরা। কোথায় কী ভুলচুক হয়েছে, ধৈর্য ধরে বোঝাতে পারেন। আবার আফশোস না করে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাও বোঝাতে পারেন এঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -