Zodiac Signs: ভুল করলে ক্ষমা চাওয়া তো দূর, অনুতাপেও ভোগেন না এই রাশির জাতকরা
মানুষমাত্রই ভুলচুক হয়ে থাকে। তার জন্য অনুশোচনাও হয় আমাদের। কিন্তু কিছু মানুষ রয়েছেন, ভুলচুক বা বা ঘোর অন্যায় করেও যাঁদের মনে অনুশোচনা থাকে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমীন রাশির জাতকরা একটু রাগী প্রকৃতির হন। রাগে অন্ধ হয়ে যান তাঁরা। তাতে অনুশোচনা বোধেরও উদ্রেক হয় না।
বৃশ্চিক রাশির জাতকরা প্রতিশোধপরায়ণ হন। এমনিতে আবেগতাড়িত হন। কিন্তু আঘাত পেলে, তা ভুলতে পারেন না। প্রতিশোধ না নিতে পারলে উশখুশ করেন।
কন্যা রাশির জাতকরা মনে বোঝা নিয়ে চলতে পারেন না। কারও কাছ থেকে আঘাত পেলে দগ্ধে দগ্ধে মরার থেকে প্রতিশোধ নেওয়াই শ্রেয় বলে মনে হয় এঁদের।
মেষ রাশির জাতকরা নিজেকে সবসময় এগিয়ে রাখেন। অন্যের উপর ছড়ি ঘোরানো, নিজের মতে সকলকে চলতে বাধ্য করতে চান এঁরা। তাতে সামনের জনের বিপদ হয়।
কর্কট রাশির জাতকদের দেখলে এমনিতে দয়ালু, স্পর্শকাতর মনে হয়। তবে গোটাটাই বাইরের আবরণ। আবেগই এঁদের ভয়ঙ্কর করে তোলে। নিজে কী করছেন, এক এক সময় তা-ই বুঝে উঠতে পারেন না।
কুম্ভ রাশির জাতকরা কোনও কিছু নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে নারাজ। নিজের দুঃখ যন্ত্রণাকেও গুরুত্ব দিতে চান না। একবার কিছু ঘটে গেলে, তা নিয়ে দ্বিতীয় ভাবনায় যেতে নারাজ।
মকর রাশির জাতকরা জেদি এবং একগুঁয়ে স্বভাবের হন। ক্ষমা চাইতে রাজি নন এঁরা। অনুশোচনা একেবারেই হয় না যে তা নয়। বরং মনের মধ্যেই সব রেখে দেন। ক্ষমা চাইলে সামনের জন দুর্বল ভাবতে পারেন বলে মনে করেন।
প্রয়োজন বুঝে নিজেকে একেবারে কঠিন আবরণে মুড়ে ফেলতে পারেন মিথুন রাশির জাতকরা। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রতি কোনও রকম নরম মনোভাব দেখানোর পক্ষপাতী নন এঁরা।
তুলা রাশির জাতকরা অত্যন্ত দয়াশীল এবং আবেগতাড়িত হন। একই ভাবে নিজের স্বার্থও ভাল বোঝেন এঁরা। প্রয়োজনে আঘাতও করতে পারেন। খাদের কিনারায় পৌঁছে গেলে ধ্বংসাত্মক রূপও ধারণ করতে পারেন এঁরা।
সিংহ রাশির জাতকরা নিজেকে বাকিদের ঊর্ধ্বে বলে মনে করেন। অন্যের মনের খবর রাখেন না। বরং দখলদারিও করে বসেন। ক্ষমা চাইতেও একেবারে নারাজ এঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -