Zodiac Signs: কী হতো, কী হতে পারত, মনেই আসে না কখনও, অতীত নিয়ে ভাবিত নন এই রাশির জাতকরা

Astrology: অতীত নয়, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েই ভাবিত কিছু মানুষ। পিছন ফিরে তাকান না একবারও।

ছবি: পিক্সাবে।

1/10
অতীত ভুলে ভবিষ্যতের পথে এগনোর কথা শোনা যায় অহরহই। কিন্তু মুখে বলা যত সহজ, কাজে করে দেখানো ততটাই কঠিন। সাফল্যের শিখরে পৌঁছেও পিছন ফিরে তাকাননি এমন মানুষ নেই।
2/10
তবে পিছন ফিরে তাকানো, আর তা নিয়ে হতাশায় ভোগা, দু’টোর মধ্যে ফারাক রয়েছে। অতীতে কী করলে, কী হতে পারত, এসব ভেবে কষ্ট পাওয়ার কোনও অর্থ হয় না। কিছু মানুষ এ কথা অক্ষরে অক্ষরেও মানেনও।
3/10
এমনিতে সিংহ রাশির জাতকরা অত্যন্ত সহানুভূতিশীল হন। যে কোনও পরিবেশেই কঠোর হতে দেখা যায় না এঁদের। একটু হীনম্মন্যতায়ও ভোগেন। নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ জাগে। বিশেষ করে কর্মক্ষেত্রে কারও থেকে খারাপ ব্যবহার পেলে অত্যন্ত আহত হন এঁরা।
4/10
এই ধরনের পরিস্থিতিতে অত্যন্ত আঘাত পান সিংহ রাশির জাতকরা। কিন্তু কী করলে ভাল ব্যবহার পেতেন, একটু সমবেদনা পেতেন, তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত হন না এঁরা। বরং অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। কেউ পাশে না দাঁড়াল কিনা, তা নিয়ে মাথা ঘামান না। বরং যত শীঘ্র সম্ভব ওই অফিস ছেড়ে বেরিয়ে যাওয়াই হয় লক্ষ্য।
5/10
কন্যা রাশির জাতকদের কাছে আত্মসম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কোনও আবেগই ততটা গুরুত্ব পায় না এঁদের কাছে। কারও ভুল ধরতে, বা কাউকে দোষী প্রমাণিত করায় কোনও আগ্রহ নেই এঁদের।
6/10
তাই সম্পর্ক ভেঙে গেলেও, কাউকে দোষারোপ করেন না কন্যা রাশির জাতকরা। বরং আত্মসম্মানে আঘাত লাগে এঁদের। তাই পরবর্তীতে প্রাক্তনের কাছে ফিরে যাওয়া, বা তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখারও তাগিদ দেখান না একেবারে। অতীতকে পিছনে ফেলেই এগিয়ে যান।
7/10
কারও উপর থেকে একবার বিশ্বাস চলে গেলে, দূরত্ব বাড়াতে শুরু করেন বৃষ রাশির জাতকরা। অসম্মানিত হলে নিজের মধ্যেই আর থাকেন না এঁরা। ক্ষমা, মীমাংসার মতো জটিলতায়ও যান না।
8/10
একই সঙ্গে কোনও একটি ঘটনা নিয়ে পড়ে থাকেন না বৃষ রাশির জাতকরা। যা ঘটে গিয়েছে, তাকে যখন পাল্টানো যাবে না, সেটা নিয়ে ভাবতেও চান না এঁরা। কী হতে পারত, সেই চিন্তা করেন না।
9/10
প্রিয়জনের কাছে অসম্মানিত হলে মেনে নিতে পারেন না বৃশ্চিক রাশির জাতকরা। জীবন থেকে সেই ব্যক্তিকে ছেঁটে ফেলার দিকেই এগোন। কোনও ভাবেই পুরনো সম্পর্ক জোড়া লাগানোর কথা মাথায় আসে না এঁদের।
10/10
আর একবার কারও থেকে মন সরিয়ে নিলে, পিছন ফিরে তাকান না বৃশ্চিক রাশির জাতকরা। জীবনে পরবর্তীতে ঝড়-ঝাপটা এলেও, অতীতের ঝাঁপিতে উঁকি মারেন না। নিজে যে রাস্তা বেছে নিয়েছেন, সেই রাস্তা ধরেই চলেন।
Sponsored Links by Taboola