Zodiac Signs: কী হবে, কী হতে পারে, মাথায় ভর করে একাধিক প্রশ্ন, সম্পর্কে লিপ্ত হওয়ার আগে হাজার বার ভাবেন এঁরা
Astrology: সম্পর্কে যেতে চান, কিন্তু ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেন। সিদ্ধান্তে পৌঁছতে পারেন না কিছু মানুষ।
ছবি: পিক্সাবে।
1/10
প্রেমে পড়া, কাউকে মনপ্রাণ দিয়ে ভালবাসার অনুভূতি, আর কোনও কিছুর সঙ্গেই তুলনীয় নয়। কিন্তু ভালবাসা জীবনে একা আসে না, বয়ে আনে হীনম্মমন্যতা, নিরাপত্তাহীনতাও।
2/10
এমন কিছু মুহূর্ত আসে, যেখানে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ দেখা দেয় মনে। ভুল করে ফেলেছি এমন মনে হয়। তাই কিছু মানুষ রয়েছেন, সবদিক ভেবেচিন্তে, বর্তমান-ভবিষ্যৎ বিবেচনা করে তবেই সম্পর্কে লিপ্ত হন।
3/10
কন্যা রাশির জাতকরা পারফেকশনিস্ট হন। নিজের পাশাপাশি অন্যের প্রতিও কঠিন আচরণ হয় এঁদের। ভাললাগার মানুষ তাঁদের সমমনস্ক হবেন, বা তাঁকে পুরোপুরি বুঝবেন, এমনটা বিশ্বাস করতে পারেন না সহজে।
4/10
তাই সম্পর্কে লিপ্ত হওয়ার আগে আকাশ-পাতাল চিন্তা করেন কন্যা রাশির জাতকরা। ইতিবাচক, নেতিবাচক, সবদিক খতিয়ে দেখেন এঁরা। মানসিক শান্তি, স্থিতিশীলতা, আদৌ পাবেন কিনা, চিন্তা হয়ে দাঁড়ায় এঁদের কাছে।
5/10
বৃশ্চিক রাশির জাতকরা আগেই অশনি সঙ্কেত দেখতে পান। জীবনের প্রতি এঁদের দৃষ্টিভঙ্গি হয় নেতিবাচক। নিজের এই আচরণ সঙ্গীর থেকেও লুকিয়ে রাখেন এঁরা।
6/10
পরিণতি কেমন হতে পারে, আগে থেকে তার আঁচ পান বৃশ্চিক রাশির জাতকরা। তাই সম্পর্কে লিপ্ত হওয়ার আগে যথেষ্ট বিচার-বিবেচনা করেন। হালকা ভাললাগার ক্ষেত্রেও অত্যধিক চিন্তা করেন।
7/10
মনের মানুষকে কেমন হতে হবে, আগে থেকেই সে ব্যাপারে সম্যক ধারণা থাকে কুম্ভ রাশির জাতকদের। যে কোনও মুহূর্তের জন্য নিজেদের প্রস্তুত রাখেন এঁরা। তার জন্য বিস্তর মাথাও ঘামান।
8/10
নিজের মনকেই বার বার প্রশ্ন করেন কুম্ভ রাশির জাতকরা। তিনি কি সঠিক পথে এগোচ্ছেন, সত্যি কি জীবনে সম্পর্কের প্রয়োজন রয়েছে, প্রশ্ন করেন নিজেকেই। তাতে মানসিক ভাবে ঘেঁটেও যান এঁরা।
9/10
মেষ রাশির জাতকরা চান, তাঁদের প্রিয়জন জীবন নিয়ে সন্তুষ্ট থাকুন। তার জন্য একটু বেশিই মাথা ঘামান। এর ফলে সম্পর্কেও তার প্রভাব পড়ে।
10/10
কাজকে ব্যক্তিগত জীবনের থেকে বেশি প্রাধান্য দেন মেষ রাশির জাতকরা। এর ফলে সঙ্গীকে যথেষ্ট সময়ই দেন না। তাই সিদ্ধান্ত নিতেও গড়িমসি করেন। পরে নিজেকে দোষী মনে করতে চান না এঁরা, তাই বুঝে শুনে এগনোর পক্ষে।
Published at : 14 May 2023 08:45 AM (IST)