Zodiac Signs: প্রেম করায় বাছবিচার নেই, কিন্তু বিয়ের বেলায় ঘরোয়া জীবনসঙ্গীই পছন্দ এঁদের
সম্পর্কে লিপ্ত হওয়ার ক্ষেত্রে উন্মাদনা কাজ করে। মস্তিষ্কের চেয়ে মনকে এগিয়ে রাখি আমরা। কিন্তু বিয়ে করে থিতু হওয়ার সময় আগুপিছু ভাবতে হয়। সে ক্ষেত্রে নিরাপদ আশ্রয়ই খোঁজেন সকলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই জীবনসঙ্গীর চয়ন করার ক্ষেত্রে সিরিয়াস হয়ে যাই আমরা। এমনিতে রীতিনীতিতে বিশ্বাস না করলেও, সাবেকি বিয়েতেই রাজি হই। জীবনসঙ্গীর মধ্যেও ঘরোয়া মানসিকতা খুঁজি। বিশেষ করে কিছু রাশির জাতকদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়।
এমনিতে এদিক ওদিক মন উড়ে বেড়ালেও, বিয়ের কথা উঠলে কল্পনার জগৎ থেকে বাস্তবের মাটিতে ফিরে আসেন সিংহ রাশির জাতকরা। অহং নয়, সহমর্মী সঙ্গী খোঁজেন।
বিয়ের ক্ষেত্রে ঘরোয়া মানসিকতার জীবন খোঁজেন সিংহ রাশির জাতকরা, যিনি সংসারের হ্যাপা পোহাতে পারবেন, সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতে পারেন। বাড়ির খুঁটিনাটি সবকিছুতে নজর রাখতে পারেন এমন মানুষই পছন্দ করেন।
কন্যা রাশির জাতকরা পেশা নিয়ে উচ্চাকাঙ্খী হন। আবার সংসারের খুঁটিনাটিও নখদর্পনে রাখার পক্ষপাতী। তাই ঘর-সংসারে পারদর্শী জীবনসঙ্গীই খোঁজেন এঁরা।
কন্যা রাশির জাতকদের কাছে সবার আগে প্রাধান্য পায় পরিবার। জীবনসঙ্গীও পরিবারকে গুরুত্ব দিন, চান এঁরা। আসলে মিলেমিশে সংসার করতে ইচ্ছুক সঙ্গীই খোঁজেন।
জগৎ সংসারের সর্বত্র ছুটে বেড়ালেও, দিনের শেষে ঘরকুনো হন মেষ রাশির জাতকরা। বাড়িতেই শান্তি খোঁজেন এঁরা। তেমন জীবনসঙ্গীই পছন্দ।
রগচটা মানুষ পছন্দ করেন না মেষ রাশির জাতকরা। ধৈর্য ধরতে জানেন, বুদ্ধি খাটিয়ে সংসারকে জুড়ে রাখতে পারেন, এমন জীবনসঙ্গীই পছন্দ এঁদের।
জীবনসঙ্গী খুঁজতে গিয়ে মনে মনে লম্বা তালিকা তৈরি করে নেন বৃশ্চিক রাশির জাতকরা। রান্নাবান্না, বাজার-দোকান করতে জানা, স্নেহশীল মানুষ খোঁজেন এঁরা।
নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, জীবনসঙ্গী টাকা-পয়সা, দায়-দায়িত্ব সব সামলে নিন, এমনটাই চাহিদা বৃশ্চিক রাশির জাতকদের। তবে চাহিদার তালিকা এত দীর্ঘ হয় যে, জীবনসঙ্গী খুঁজে পেতে হয়রানি হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -