Zodiac Signs: কোমর বেঁধে তৈরি থাকেন সারাক্ষণ, ঝগড়ায় এঁদের সঙ্গে পেরে ওঠা কঠিন
Astrological Predictions: ঝগড়া করতে শুধু মুখিয়ে থাকেন না, ঝগড়ায় জিত়তে সিদ্ধহস্থ কিছু রাশির মানুষ।
ছবি: পিক্সাবে।
1/11
ঝগড়াঝাঁটি একেবারেই পোষায় না কারও। মাথা ঝাঁ ঝাঁ তো করেই, কী কথা বলবেন, তা-ও ভেবে উঠতে পারেন না। ঝগড়া মিটে গেলে মনে পড়ে, অনেক কথা বলতেই পারেননি।
2/11
কিন্তু কিছু মানুষ আছেন, যাঁদের সঙ্গে ঝগড়ায় পেরে ওঠা যায় না। সাজিয়ে গুছিয়ে কথা একেবারে তৈরি রাখেন। সামনের জনকে বলার সুযোগই দেন না।
3/11
যেন তেন প্রকারেই হোক, ঝগড়ায় জিতে যাওয়াই এঁদের লক্ষ্য হয়। অন্যের কথা শুনতে চান না এঁরা, শুধু যুতসই জবাব দেওয়ার সুযোগ খোঁজেন। কিছু রাশির জাতকদের মধ্যে এই প্রবণতা বেশি।
4/11
সিংহ রাশির জাতকরা চান, সবার নজর তাঁদের উপর থাকুক। শুধু তাই নয়, এঁরা ক্রুদ্ধ এবং একটু নাটুকেও হন। শান্তিতে কোনও কিছু মিটিয়ে নেওয়া সম্ভব হলেও, সেই পথে হাঁটেন না এঁরা।
5/11
ধারাল ভাষায় আক্রমণ করতেও সিদ্ধহস্ত সিংহ রাশির জাতকরা। তর্কের মধ্যে তড়িঘড়ি যুক্তি সাজিয়ে ফেলেন। তাতে অনেক সময় সীমারেখা পেরিয়ে গেলেও, যায় আসে না কিছু।
6/11
বৃষ রাশির জাতকরা একটু একগুঁয়ে প্রকৃতির হন। তর্কে হার মানতে নারাজ এঁরা।কোনও বিষয়ে সামনের জন যদি একমত না হন, দীর্ঘ দিন বিষয়টি মনে পুষে রাখেন।
7/11
বৃষ রাশির জাতকরা কিছুতেই নিজের দোষ স্বীকার করতে চান না। বরং সামনের জনকে দোষ স্বীকার করিয়ে তবেই শান্তি পান। অত্যন্ত চালাকির সঙ্গে সামনের জনের কথা বা মন্তব্যকে বিকৃত করতে পারেন।
8/11
অন্য কেউ ভুল ধরলে, মেনে নিতে পারেন না বৃশ্চিক রাশির জাতকরা। সমালোচনা বরদাস্ত করতে পারেন না মোটেই।
9/11
ফলে প্রায়শই ঝগড়ায় লিপ্ত হন বৃশ্চিক রাশির জাতকরা। ঝগড়ার সময় সামনের জনের আবেগের কথা মাথায় রাখেন না। তাই আঘাত করতে যা নয় তা-ই বলে ফেলেন।
10/11
মিথুন রাশির জাতকরা একটু অস্থিরমতিও হন। দিনে একাধিক বার ঝামেলায় জড়িয়ে পড়েন এঁরা। সমালোচনা বরদাস্ত করতে পারেন না এঁরা।
11/11
মিথুন রাশির জাতকরা ঝগড়ার সময় হিতাহিত জ্ঞান ভুলে যান। ঝগড়ায় জয়ী হতে কোনও সীমারেখার পরোয়া করেন না তাঁরা। তাই যা মুখে আসে বলে দেন।
Published at : 08 Apr 2023 03:40 PM (IST)