Zodiac Signs: গোপন কথাটি গোপন থাকে না এঁদের কাছে, পেট পাতলা হন এই রাশির জাতকরা
একা এসেছেন, একা যেতে হবে, জীবনের মূল নীতি এটাই। কিন্তু জীবনকালে বন্ধু, পরিবার, শুভাকাঙ্খীর প্রয়োজন পড়ে আমাদের। মনের কথা কাউকে বলে ভার লাঘব করতে চাই আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনের কথা নির্ভয়ে, নির্দ্বিধায় বলতে পারা যায় যাঁকে, তিনি অবশ্যই বিশ্বস্ত হন। হন ভরসার পাত্র। কিন্তু বিশ্বাস ভাঙতেও সময় লাগে না। তাই সব কথা সকলকে বলা যায় না সহজে।
কিন্তু কাকে ভরসা করবেন, আর কাকে করবেন না! জ্যোতিষীদের মতে, কিছু মানুষ রয়েছেন, যাঁদের পেটে কথা থাকে না। তাঁদের নিজেদেরও কিছু সমস্যা রয়েছে। তাই গোপন কথা গোপন থাকে না তাঁদের কাছে। রাশি অনুযায়ী সেই সব মানুষকে মনের কথা না বলাই ভাল।
স্বভাবে কুচুটে বলে নয়, আসলে কথা চেপে রাখতে পারেন না মেষ রাশির জাতকরা। গোপন কিছু জানতে পারলে উশখুশ করতে থাকেন এঁরা। কত ক্ষণে কারও সঙ্গে ভাগ করে নেবেন, এই চিন্তাই করতে থাকেন।
শুধু তাই নয়, চরিত্রগত ভাবেও গোপনীয়তায় একেবারে বিশ্বাসী নন মেষ রাশির জাতকরা। তাই গোপন কথা ফাঁস করে দিলে, তার ফলাফল কী হতে পারে, তা-ও এঁদের চিন্তাভাবনার মধ্যে আসে না।
এর কথা ওকে, ওর কথা তাকে, এমন স্বভাব রয়েছে মিথুন রাশির জাতকদের। তার উপর পরনিন্দা পরচর্চা করতেও ভালবাসেন। এঁদের গোপন কথা না বলাই শ্রেয়।
শুধু তাই নয়, মিথুন রাশির জাতকরা একটু বেশিই প্রতিক্রিয়াশীল হন। চমক সৃষ্টি করতে, আলোচনার কেন্দ্রবিন্দু হতেও পছন্দ করেন এঁরা। তাই এঁদের সঙ্গে অনুভূতি ভাগ নেওয়ার আগে, দু’বার ভাবুন।
কন্যা রাশির জাতকরা হন সোজাসাপটা। পুরোদস্তুর বাস্তববাদী। এঁদের অভিসন্ধি খারাপ হয় না। এঁরা মনে বোঝা নিয়ে চলতে পারেন না। তাই কিছু নিয়েই লুকোচুরির পক্ষপাতী নন।
গোপন কথা গোপন রাখা এঁদের কাছে মানসিক চাপের বিষয়। ধূসর নয়, দুনিয়াকে সাদা এবং কালোর নিরিখে দেখেন এঁরা। কথা চার কান হলে কিছু যায় আসে না কন্যা রাশির জাতকদের।
বুদ্ধি খাটিয়ে কথা বলা পোষায় না ধনু রাশির জাতকদের। সাদা মনেই সব কথা সকলের সঙ্গে ভাগ করে নেন এঁরা। ফলে অন্যের গোপন কথাও চার কান করে ফেলেন।
ধনু রাশির জাতকরা সত্যবাদীও হন। মনে কথা চেপে রাখা বোঝা বলে মনে হয় এঁদের। আবার গোপন কথা ফাঁস করে দেওয়ার পর অপরাধ বোধেও ভোগেন।
তাই মনের কথা অন্যকে বলার আগে দু’বার ভাবুন। দিনের শেষে কারও কাছে নিজেকে উজাড় করে দেওয়ার কথা মনে হতেই পারে। তবে মানুষ বুঝে এগোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -