Zodiac Signs: চোখের আড়াল হলেও মনের আড়াল নয়, বার বার প্রাক্তনের কাছেই ফিরে যেতে চান এই রাশির জাতকরা

Relationship Tips: সম্পর্কে ভেঙে গেলেও ভোলা যায় না প্রাক্তনকে। বিশেষ কিছু রাশির ক্ষেত্রে অনুভূতি হয় জোরাল।

ছবি: পিক্সাবে।

1/13
একবার নয়, জীবনে প্রেম আসতে পারে একাধিক বার। কিন্তু চাইলেও অতীতকে ভোলা যায় না। বরং অতীত থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়াই রীতি।
2/13
কিন্তু বলা যতটা সহজ, করে দেখানো ততটাই কঠিন। কেউ কেউ অতীতকে পিছনে ফেলে এগিয়ে যান জীবনে। কেউ কেউ আবার অতীতকে আঁকড়েই বসে থাকেন।
3/13
এর নেপথ্যেও রাশিচক্রের যোগ রয়েছে বলে মানেন জ্যোতিষীরা। তাঁদের মতে কিছু কিছু রাশির জাতক অতীত, বিশেষ করে নিজের প্রাক্তনকে ভুলতে পারেন না।
4/13
নতুন সম্পর্কে জড়ালেও প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার অভীপ্সা দেখা যায় কর্কট রাশির জাতকদের মধ্যে। তাই কোনও না কোনও উপায়ে প্রাক্তনের সঙ্গে যোগাযোগও রাখতে দেখা যায় তাঁদের।
5/13
এর পিছনে নিরাপত্তাহীনতাও কাজ করে বলে মত জ্যোতিষীদের। তাঁদের মতে, নতুন কারও সঙ্গে জীবনের খুঁটিনাটি ভাগ করে নিতে কুণ্ঠা বোধ করেন কর্কট রাশির জাতকরা। যিনি আগে থেকেই সব জানেন, সেই প্রাক্তনের কাছেই নিরাপত্তা বোধ করেন।
6/13
মীন রাশির জাতকরা একটু চাপা স্বভাবের হন। পছন্দের সঙ্গে পেতেও বেশ সময় লাগে তাঁদের। তাই একবার সম্পর্কে জড়ালে, সেটাকেই ভবিতব্য বলে মেনে নিতে শুরু করেন।
7/13
সম্পর্ক ভাঙলেও তাই ফের জোড়া লাগার আশা নিয়ে বেঁচে থাকেন। যত ক্ষোভ, দুঃখ রয়েছে মনে, সব জমা করে রাখেন। সুযোগ খোঁজেন প্রাক্তনের কাছে সব উগরে দেওয়ার।
8/13
শুধু তাই নয়, প্রাক্তনের সঙ্গে মুখোমুখি হওয়ার বাহানাও খুঁজতে থাকেন মীন রাশির জাতকরা। কোনও না কোনও অছিলায় যোগাযোগ রাখতে চান, যাতে প্রাক্তনেরও মনে হয় যে পুরনো সম্পর্কই ভাল।
9/13
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির জাতকরা অভাগা হন। নিজেকে জাহির করতে পারেন না এঁরা। ফলে তাঁদের অনুভূতি কতটা জোরাল, তা বুঝতেই পারেন না সামনের জন।
10/13
সম্পর্ক ভাঙার যন্ত্রণাও ভিতরে চেপে রাখেন মেষ রাশির জাতকরা। ফলে সম্পর্ক ভাঙলেও, প্রাক্তনের সঙ্গে মনের সংযোগ থেকে যায় তাঁদের। প্রাক্তনের কাছে তাই বার বার ফিরে পেতে চান তাঁরা।
11/13
বৃষ রাশির জাতকরা সাধারণ মনপ্রাণ দিয়ে ভালবাসেন। শারীরিক চাহিদা সেভাবে গুরুত্ব পায় না তাঁদের কাছে। তাই একবার মনের মানুষের খোঁজ পেলে, ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন সম্পর্কে।
12/13
কিন্তু সেই সম্পর্কই যদি ভেঙে যায়, মেনে নিতে পারেন না মীন রাশির জাতকরা। প্রাক্তন না চাইলেও, মীন রাশির জাতকরা চান, পুরনো সম্পর্কে ফিরে যেতে। তাই বন্ধুবান্ধব, পরিচিত মহলে সুযোগ পেলেই প্রাক্তনের ব্যাপারে খোঁজ-খবর নিতে থাকেন।
13/13
image 13
Sponsored Links by Taboola