Zodiac Signs: ৫০০-র জিনিস ৫০ টাকায় কিনে আনতে পারেন, দরদামে ওস্তাদ এই রাশির জাতকরা
Bargaining: দরদাম করতে পারেন না সকলে। কেউ আবার ৫০০ টাকার জিনিস ৫০ টাকায় নিয়ে চলে আসেন। এর নেপথ্যেও রাশিচক্রের যোগ!
ছবি: পিক্সাবে।
1/11
বাজারে পা রাখতেই চারিদিক থেকে ছেঁকে ধরেন বিক্রেতারা। তাতে ভ্যাবাচাকা খেয়ে যান অনেকেই। এমনকি সাপ্তাহিক বাজার করতে গিয়েও দরদাম পোষায় না অনেকের। তাই ন্যায্য দামের চেয়ে বেশি টাকা দিয়েই চলে আসতে হয়।
2/11
কিন্তু সঠিক জিনিস, এবং তার সঠিক মূল্য নির্ধারণের ক্ষমতা রয়েছে হাতেগোনা কিছু মানুষেরই। তাঁদের দরাদরির ক্ষমতা দেখে ঘাবড়ে যান খোদ বিক্রেতারাই।
3/11
আসল কথা হল দরাদরি সকলে করতে পারেন না। এর পিছনে কোনও বৈজ্ঞানিক সূত্র নেই। বরং রাশিচক্রের যোগ রয়েছে বলে মনে করেন জ্যোতিষীরা। এমনকি বিশেষ কিছু রাশির জাতকই দরাদরিতে সিদ্ধহস্ত বলে দাবি তাঁদের।
4/11
জ্যোতিষীদের মতে, দরাদরিতে সবচেয়ে এগিয়ে বৃশ্চিক রাশির জাতকরা। বাড়িভাড়া থেকে শাক-সবজি কেনা, দরদামে তাঁদের সঙ্গে এঁটে ওঠা কঠিন বলে মত জ্যোতিষীদের।
5/11
জ্যোতিষীদের মতে, জিনিসের দাম কমানোর কথা উঠলেই বৃশ্চিক রাশির জাতকরা উত্তেজিত বোধ করেন। দাম কমাতে পারলে অদ্ভূত তৃপ্তি বোধ করেন তাঁরা। প্রয়োজন পড়লে আদালতেও তাঁরা সওয়াল করার ক্ষমতা রাখেন বলে মনে করা হয়।
6/11
আসল কথা হল, আলাপ জমাতে ওস্তাত সিংহ রাশির লোকজন। সিংহ রাশির জাতকের মধ্যে নানা আবেগ কাজ করে। সামনের জনের আবেগও ধরতে পারেন তাঁরা। তাই অপ্রীতিকর পরিস্থিতিতে ঘাবড়ে যান না একেবারেই।
7/11
বাকশক্তির এই গুণই সিংহ রাশির জাতকদের দরাদরিতে দক্ষ করে তোলে। সমস্যা সমাধানেও তাঁদের জুড়ি মেলা ভার। যেনতেন প্রকারে প্রতিকূল পরিস্থিতিতেও অনুকুলে আনতে পারেন তাঁরা।
8/11
তুলা রাশির জাতকরা অসম্ভব পরিশ্রমী হন। সাধ্যাতীত চেষ্টাও করতে ছাড়েন না তাঁরা। তাতেই দরাদরির ক্ষমতা রপ্ত করে পেলেন। শপিং মলের কর্মীদের সঙ্গে ভাব জমিয়ে ডিসকাউন্ট বাগিয়ে ফেলতে পারেন যেমন, তেমনই খোলা বাজারে দরদামেও ওস্তাদ।
9/11
চাপের মধ্যেও কাজ করে যেতে পারেন তুলা রাশির জাতকরা। আত্মবিশ্বাসে ভরপুর হন যেমন, তেমনই নিজের পছন্দ-অপছন্দের ফারাক স্পষ্ট বোঝেন। তাতেই কাজ সহজ হয়ে যায়।
10/11
আসলে পরিস্থিতি পরখ করার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের জুড়ি মেলা ভার। তড়িঘড়ি সিদ্ধান্ত নিতেও সিদ্ধহস্ত তাঁরা। তাই কথা অন্য দিকে বাঁক নেওয়ার আগেই, সমাধানসূত্র বার করে ফেলতে উদ্যোগী হন।
11/11
তবে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে অভ্যস্ত বলে হঠকারী ভাবার কোনও কারণ নেই। ঘুরিয়ে-ফিরিয়ে দেখে, পরখ করে তবেই জিনিস কেনেন। তা-ও আবার নিজের সুবিধা মতো দামে। সঠিক সময়ে, সঠিক প্রশ্ন করতে পারেন বলেও সুবিধা হয়।
Published at : 02 Apr 2023 12:56 PM (IST)