Zodiac Signs: যা থাকার নয়, ধরে রেখে লাভ কী! প্রাক্তনকে বেমালুম ভুলে যেতে পারেন এই রাশির জাতকরা
অতীত ভুলে এগিয়ে যাওয়াই জীবনের সারকথা। কিন্তু ভুলতে চাইলেও ভোলা যায় না অনেক কিছু। ভাঙা সম্পর্ক, প্রাক্তনের সঙ্গে কাটানো মুহূর্ত বার বার ফিরে আসে মনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু মানুষ বিশেষে চিন্তাভাবনা, মানসিক গঠন আলাদা হয়। তাই অতীত আঁকড়ে পড়ে থাকেন কেউ, কেউ আবার অল্প সময়ের মধ্যেই ঝেড়ে ফেলেন যন্ত্রণা। এগিয়ে যান আগামীর দিকে।
এর নেপথ্যেও রাশিচক্রের যোগ রয়েছে বলে মনে করেন জ্যোতিষীরা। তাঁদের মতে, বিশেষ কিছু রাশির মানুষ অসম্ভব বাস্তববাদী হন। যা থাকার নয়, তাকে ধরেবেঁধে রাখা সম্ভব নয় বলে বুঝে যান। তাই সম্পর্ক ভাঙলেও তাঁরা নিজেরে ভেঙে পড়েন না সহজে।
বাস্তববাদী হওয়ার পাশাপাশি মেষ রাশির জাতকরা ইতিবাচক ভাবনায় বিশ্বাসী। তাই সম্পর্ক ভাঙার যন্ত্রণা আঁকড়ে বসে থাকেন না তাঁরা। বরং আরও ভাল কেউ জীবনে আসতে পারে ভেবেই এগিয়ে যান।
মেষ রাশির জাতকরা একটু অস্থিরমতিও হন। এক জায়গায় বেশি ক্ষণ আটকে থাকতে পারেন না। সবসময় নিজেকে ব্যস্ত রাখার পক্ষপাতী তাঁরা।
নতুন করে কোনও সম্পর্কে জড়ানোর আগে যে অতীতকে ঝেড়ে ফেলা প্রয়োজন, সে কথা বিলক্ষণ জানেন মেষ রাশির জাতকরা। তাই ভবিষ্যতের কথা ভেবেও নিজেকে তৈরি করে নেন।
সিংহ রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ হন। প্রিয় মানুষের জন্য নিজেকে উজাড় করে দিতে পারেন। কিন্তু অহং বোধ, আত্মসম্মান জ্ঞানও টনটনে। তাই সম্পর্ক ভাঙলে প্রাক্তনকে মন থেকে ঝেড়ে ফেলাই শ্রেয় বলে মনে করেন।
শুধু তাই নয়, নিজেকে চিনতে, বুঝতে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান সিংহ রাশির জাতকরা। স্বাধীন ভাবে বাঁচতে চান। তাই সম্পর্ক ভাঙলে নিজেকে মুক্ত বলেও মনে করেন।
সম্পর্ক ভাঙলে একেবারে ভেঙে পড়েন ধনু রাশির জাতকরা। নিজের মনে, জীবনে এক শূন্যতা অনুভব করেন। একা থাকার কথা ভাবলেই শিউড়ে ওঠেন।
তাই মন ভাঙার পর আশ্রয় খোঁজেন ধনু রাশির জাতকরা। তাই কারও কাছ থেকে ভালবাসা, স্নেহ পেলে নিশ্চিন্ত বোধ করেন। তাই অতীত ভুলে নতুনকে আপন করে নেন।
একবার যদি মনস্থির করেন, আর পিছন ফিরে তাকান না মকর রাশির জাতকরা। অতীত আঁকড়ে পড়ে না থেকে, এগিয়ে যাওয়াই বাস্তব সম্মত বলে মনে করেন তাঁরা। তাই সম্পর্ক ভাঙার যন্ত্রণা, আবেগ কাটিয়ে ওঠার চেষ্টা দেখা যায়।
বাস্তববাদী বলেই মকর রাশির জাতকরা বোঝেন, সম্পর্কের ভাঙাগড়া অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তাই মন নয়, ভাবনাচিন্তার ক্ষেত্রে মস্তিষ্ককে এগিয়ে রাখেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -