Zodiac Signs: ঔদ্ধত্য, অসম্মান বরদাস্ত করতে পারেন না, কেউ অপছন্দের হলে, মুখও দেখেন না এই রাশির জাতকরা

Astrological Predictions: কাউকে অসম্মান করেন না, অন্য কেউ অসম্মান করবেন, তা সহ্যও করেন না এঁরা। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
কিছু মানুষ একদম সোজাসাপটা হন। ঘোলাটে কিছু ধাতে সয় না এঁদের, সাদাকে সাদা, কালোকে কালো বলতেই পছন্দ করেন। এঁরা স্পষ্ট কথা বলেন বটে, কিন্তু দুর্ব্যবহার করেন না। কারও দুর্ব্যবহার সহ্যও করেন না।
2/10
বিশেষ কিছু রাশির জাতকের কথা এখানে উল্লেখ্য। কারও ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ধৃষ্টতা বরদাস্ত করেন না এঁরা। কেউ দুর্ব্যবহার করলে সারাজীবন মনে রাখেন।
3/10
মীন রাশির জাতকরা মুক্ত চিন্তার মানুষ হন। কারও সঙ্গে দুর্ব্যবহার করেন না এঁরা। কেউ দুর্ব্যবহার করলে, তা বরদাস্তও করেন না। নিজের তো বটেই, চারপাশের মানুষের মান-সম্মান নিয়েও সচেতন এঁরা।
4/10
মীন রাশির জাতকরা বিনয় দেখানোর পক্ষপাতী। সকলের সঙ্গে এঁদের আচরণ বন্ধুত্বপূর্ণ। কাউকে অসম্মানিত হতে দেখলে, আগে ছুটে যান।
5/10
মেষ রাশির জাতকরা উচ্চাকাঙ্খী হন। কিন্তু তার জন্য অন্যকে অপদস্থ করেন না এঁরা। বরং বিনয়, সৌজন্যেই বিশ্বাসী এঁরা।
6/10
কিন্তু কেউ অসম্মান করছেন বলে যদি মনে হয়, মেষ রাশির জাতকরা চুপ থাকেন না। সেই ধরনের মানুষদের সম্পূর্ণ ভাবে এড়িয়ে চলেন।
7/10
বৃষ রাশির জাতকরা অত্যন্ত স্পর্শকাতর হন। অন্যের প্রয়োজনের দিকেও নজর থাকে এঁদের। কখনও কখনও বেশিই দয়া-দাক্ষিণ্য দেখান।
8/10
কিন্তু বৃষ রাশির জাতকদের মনে পাপ থাকে না। কারও পাশে দাঁড়াতে পারলে খুশি হন এঁরা। কিন্তু কারও থেকে দুর্ব্যবহার, অসম্মান পেলে কখনও আর ফিরে তাকান না।
9/10
বৃশ্চিক রাশির জাতকরা একটু জটিল প্রকৃতির হন। এঁরা চান, সকলে এঁদের পছন্দ করুন। তবে অচেনা ব্যক্তির প্রতিও শ্রদ্ধাশীল হন এঁরা।
10/10
বৃশ্চিক রাশির জাতকরা লোকদেখানো কিছু পছন্দ করেন না। যে মানুষ সম্মান করেন, তাঁর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা অর্থহীন কথা বলে যেতে পারেন। কিন্তু দাম্ভিক মানুষের সঙ্গে এক মুহূর্তও কাটাবেন না এঁরা। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Sponsored Links by Taboola