Zodiac Signs: অন্যের জন্য উজাড় করে দেন সবকিছু, নিজেকেই ভালবাসতে জানেন না এই রাশির জাতকরা
সমাজ বা সংসার নয়, নিজেকে নিজে ভালবাসা আগে জরুরি। দুর্বলতা, প্রতিভা, সব সমেত নিজেকে নিজের গ্রহণ করা উচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু মানুষ রয়েছেন, নিজেকে নিয়ে সন্তুষ্ট নন যাঁরা। নিজেই নিজেকে ভালবাসা, সম্মান পাওয়ার যোগ্য বলে মনে করেন না।
বৃষ রাশির জাতকরা নিরাপত্তাহীনতায় ভোগেন। নিজেকে ভাল না বাসারই ফলশ্রুতি তা। সঙ্গীর কাছ থেকে ভালবাসা পাচ্ছেন কিনা, এই চিন্তাতেই কেটে যায় দিন। সুখের জন্য নির্ভর করেন অন্যের উপর।
এর ফলে সঙ্গীকে তুষ্ট রাখতেই সময় কেটে যায় বৃষ রাশির জাতকদের। নিজেকে ভাল রাখার, নিজের যত্ন নেওয়ার তাগিদই অনুভব করেন না।
কর্কট রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ হন। নিরাপদ আশ্রয় খোঁজেন। একাকীত্ব কাটিয়ে উঠতে অন্যকে আঁকড়ে ধরেন। এর ফলে নিজেকে গুরুত্ব দিতে ভুলে যান।
সুখের জন্যও অন্যের উপর নির্ভরশীল কর্কট রাশির জাতকরা। নিজেও যা মানুষ, নিজেকে ভাল রাখার দায়িত্বও নিজের, সে কথা ভুলে যান। অন্যকে এত গুরুত্ব দেন যে নিজের জন্য সময়ই থাকে না হাতে।
এমনিতে চিত্তাকর্ষক ব্যক্তিত্ব হয় তুলা রাশির জাতকদের। অন্যদের নিজের প্রতি আকর্ষিত করতে পারেন। তার ফলে অনেক সময় অন্যের কাছ থেকে বৈধতা পাওয়ার আশায় বসে থাকেন।
তুলা রাশির জাতকরা শান্তিপ্রিয় হন। বিরোধ এড়াতে তাই নীরব থাকা পছন্দ এঁদের। তা করতে গিয়ে নিজেদের প্রয়োজনকে গুরুত্ব দেন না।
সহানুভূতি এবং মানবিকতায় বিশ্বাসী মীন রাশির জাতকরা। অন্যের সমস্যায় সবার আগে হাজির হন। কিন্তু নিজের বেলায় উদাসীন হন। এমনকি অন্যের সমস্যা না মিটলে তার জন্য দোষারোপ করেন নিজেকেই।
মীন রাশির জাতকদের ধারণা, অন্যকে সাহায্য করা, অন্যের পাশে থাকা অত্যন্ত পুণ্যের কাজ। কিন্ত কাকে, কতটা গুরুত্ব দেওয়া উচিত, পার্থক্য বোঝেন না। তাই ঝুঁকি নিতেও পিছপা হন না, যা আদতে নিজের জন্য ক্ষতিকর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -