Zodiac Signs: পরস্পরকে আগলে রাখা দূর, একই মায়ের পেটে জন্মেও একে অপরকে সহ্য করতে পারেন না এই রাশির জাতকরা
একই মায়ের পেটে জন্ম। কেউ হয়ত পিঠোপিঠি, বয়সের ফারাক হয়ত বেশি কারও কারও মধ্যে। তবে ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে অথবা ভাইবোনে তাই পরস্পরের প্রতি টান, ভালবাসা, বিশ্বাস থাকাই স্বাভাবিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, নিজেদের মধ্যেই বনিবনা হয় না তাঁদের। পরস্পরকে হিংসে করেন। কঠোর আচরণ থাকে পরস্পরের প্রতি। এর নেপথ্যে রাশিচক্রের ভূমিকাও থাকে বলে মত জ্যোতিষীদের।
কিছু রাশির জাতক নিজের ভাই বা বোনকে দেখে হিংসে করেন। নিজেকে অন্য জনের তুলনা এগিয়ে রাখেন এঁরা।
অন্যকে খুক একটা সমালোচনার অবকাশ দেন না কন্যা রাশির জাতকরা। একেবারে নিখুঁত হয় এঁদের আচরণ, ব্যবহার। তা নিয়ে নিজের ভাই বা বোনকে আঘাত করে ফেলেন।
হিসেব নিকেশ কষে এগনোর পক্ষপাতী কন্য রাশির জাতকরা। তাতে অন্যের সঙ্গে সবসময় খাপ খায় না। সব কিছু নিয়ন্ত্রণে রাখার প্রবণতাও ভআই বা বোনের সঙ্গে দূরত্ব তৈরি করে।
মা-বাবার ভালবাসা ভাগ হয়ে গেলে মেনে নিতে পারেন না বৃষ রাশির জাতকরা। তাই ভাই বা বোনের তেমন ঘনিষ্ঠ হন না। নিজের প্রাপ্য ভালবাসা, স্নেহের ভাগীদার অন্য কেউ হন, চান না একেবারেই।
তাই ভালবাসা, স্নেহ ভাগ হয়ে যেতে দেখলে মানতে পারেন না বৃষ রাশির জাতকরা। তেমন ইঙ্গিত পেলেই মেজাজ ঠিক থাকে না এঁদের। তা থেকে খারাপ আচরণও করে ফেলেন।
মিথুন রাশির জাতকরা আবেগপ্রবণ হন। মনের মধ্যে কাজ করে অবিশ্বাস। প্রশংসা পেলে, ভালবাসা পেলে মন ভাল থাকে এঁদের। তাতে দ্বিতীয় জন ভাগ বসালে মানতে পারেন না।
মিথুন রাশির জাতকরা যদি দেখেন, ভাই বা বোনকে বেশি গুরুত্ব দিচ্ছে পিরবার, আশঙ্কিত হয়ে পড়েন তাঁরা। আত্মবিশ্বাসের অভাবেও ভোগেন। ফলে অবসাদগ্রস্তও হয়ে পড়েন।
অন্য কারও সঙ্গে মা-বাবা, বাড়ি ভাগ করে নেওয়া সহজ নয়। এতে একটু বেশিই সমস্যায় পড়েন মীন রাশির জাতকরা। তাঁদের অস্বস্তি বাকিদেরও সমস্যায় ফেলে দেয়।
শুধু তাই নয়, মীন রাশির জাতকরা রাগ, ক্ষোভ, পুষে রাখেন মনের মধ্যে। ফলে ভাই বা বোনের সামান্য কথা, আচরণও মনে গেঁথে থাকে। অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখার প্রবণতাও দেখা যায়।
তবে সব সমস্যারই সমাধান সম্ভব। এ ক্ষেত্রে দুই সন্তানের মধ্যে দূরত্ব দেখলে, মা-বাবারই উচিত উপযাজক হয়ে এগিয়ে যাওয়া। আলোচনার মাধ্যমে সমাধান বার করতে হবে। দুই সন্তানের মধ্যে যাতে মিল থাকে, স্নেহ থাকে, দেখতে হবে তাঁদেরই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -