Ajker Rashifal (11 July, 2024) : আজ ভাগ্য থাকবে তুঙ্গে, তবে মেষ থেকে মীনের মধ্যে কোন রাশির সঙ্গে ?
Thursday Rashifal (11 July, 2024) : বৃহস্পতিবার কার কেমন কাটবে ? দেখে নিন মেষ থেকে মীন রাশির ভাগ্যের ফলাফল...
১১ জুলাইয়ের রাশিফল ২০২৪
1/12
মেষ রাশি (Mesh Rashi) : বৃহস্পতিবার মেষ রাশির জাতকদের জন্য আনন্দের দিন হতে চলেছে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা কিছু ভাল খবর শুনতে পাবেন। শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে সচেতন হতে হবে। এজন্য কিছু সময়ের জন্য বন্ধু ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখতে হবে। পরিবারে কোনও মতবিরোধ থাকলে তার সমাধান হবে। নববিবাহিতদের জীবনে নতুন অতিথির আগমন ঘটতে পারে। সন্তানদের কিছু দায়িত্ব দিতে হবে।
2/12
বৃষ রাশি (Brisha Rashi) : দিনটি বৃষ রাশির জাতকদের জন্য উদ্বেগের হতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার সঙ্গী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। সহকর্মীদের কাছে নিজের অনুভূতি প্রকাশ করবেন। যদি দীর্ঘকাল ধরে সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ চলছে, তাহলে এদিন তাতে জয়লাভ করবেন। কোনও বিষয়ে চিন্তা থাকলে তা এবার কেটে যাবে।
3/12
মিথুন রাশি (Mithun Rashi) : এই দিনটি আপনার জন্য সামান্য হবে। আলস্যের কারণে কাজ করতে ইচ্ছা করবে না। স্ত্রীর জন্য কোনও ব্যবসা শুরু করতে পারেন। কোনও কাজ শেষ হওয়ার কারণে বৃহস্পতিবার আপনি খুশি থাকবেন। যে কারণে আপনি বাড়িতে পুজোপাঠের আয়োজন করতে পারেন। মানুষের সঙ্গে খুব সাবধানে কথা বলা উচিত। অন্যথা, আপনি যা বলছেন তাতে তাঁদের খারাপ লাগতে পারে।
4/12
কর্কট রাশি (Karkat Rashi) : স্বাস্থ্যের দিক থেকে আপনার জন্য দুর্বল দিন হতে চলেছে। কোনও বিষয়ে চিন্তিত থাকতে পারেন। স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। প্রেমের জীবনযাপনকারীরা রোম্যান্টিক মেজাজে থাকবেন। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক দিন কাটাবে। কিছু প্রতিপক্ষ আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। আপনার পুরানো কোনও রোগ সময়মতো নিরাময় করতে হবে।
5/12
সিংহ রাশি (Sinha Rashi) : সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি অনুকূল হতে চলেছে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা ভাল খবর পেতে পারেন। ব্যবসায় নতুন অফার পেতে পারেন। যদি দীর্ঘদিন ধরে কোনও কাজ নিয়ে চিন্তিত ছিলেন তবে সেই চিন্তা শেষ হতে পারে। ব্যবসায় ভাল গতি দেখতে পাবেন। কোনও আত্মীয়ের জন্য কিছু ব্যবস্থা করতে হতে পারে।
6/12
কন্যা রাশি (Kanya Rashi) : কন্যা রাশির জাতকদের ঝুঁকি এড়াতে হবে। পরিবারে কোনও বিবাদ থাকলে তা নিয়ে চুপ থাকা উচিত। অন্যথা, তা বাড়তে পারে। আপনার কাজ দেখে, কর্মক্ষেত্রে আপনাকে প্রোমোশন দেওয়া হতে পারে। যে কারণে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতে পারে। যদি কোনও আইনি বিষয় দীর্ঘদিন ধরে বিতর্কিত আবস্থায় থাকে, তাহলে সেই বিবাদ বাড়তে পারে। এক্ষেত্রে আপনার অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ প্রয়োজন হবে।
7/12
তুলা রাশি (Tula Rashi) : বৃহস্পতিবার দিনটা সমস্যাবহুল হতে পারে তুলা রাশির জাতকদের। ব্যবসায় ওঠা-নামার কারণে যতটা লাভ চাইছেন ততটা লাভ নাও মিলতে পারে। বেশি কাজ থাকায় কিছুটা বিভ্রান্ত হতে পারেন। যে কারণে পরিবারের সদস্যদের সেভাবে সময় দিতে পারবেন না। কিন্তু, সন্তানের মনে চলা চিন্তা যদি বসে আলোচনা করে মিটিয়ে নিতে পারেন, তাহলে সেটা ভাল হবে। নাহলে সন্তান কোনও ভুল পথে চলে যেতে পারে।
8/12
বৃশ্চিক রাশি (Brishchik Rashi) : বৃহস্পতিবার দিনটিতে প্রসন্ন থাকবেন। পরিবারের সদস্যরা আপনার কথার মান রাখবে। যা দেখে আপনি খুব খুশি হবেন। বাড়িতে কোনও অতিথি সমাগমের কারণে পুরো পরিবারের সদস্যরা ব্যস্ত থাকবেন। যদি কোনও কাজ নিয়ে সমস্যা থাকে, তাহলে এদিন তার সমাধান হতে দেখবেন। তাড়াহুড়ো করে বা আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। চাকরিতে কর্মরতদের তাদের ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলার সময় খুব সতর্ক থাকতে হবে।
9/12
ধনু রাশি (Dhanu Rashi) : আপনি যদি কোনও ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তবে আপনার কিছু সময়ের জন্য অপেক্ষা করা উচিত। ব্যবসায় সহকর্মীদের কাছে আপনার চিন্তা প্রকাশ করার সুযোগ পাবেন। বৃহস্পতিবার আপনার ওপর কাজের চাপ থাকবে। কিন্তু, আপনি তাতে ভয় পাবেন না। কোনও বন্ধুর সঙ্গে মজা করে কিছু সময় কাটাতে পারেন।
10/12
মকর রাশি (Makar Rashi) : মকর রাশির জাতকদের জন্য চাপের দিন হতে চলেছে। আপনাকে আপনার সন্তানের কর্মজীবনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। জটিলতার কারণে সমস্যায় পড়বেন। পারিবারিক সমস্যাও এই সময়ে প্রাধান্য পাবে। যদি কোনও বন্ধুর কাছ থেকে টাকা ধার নেওয়ার কথা ভাবছেন, তাহলে তা সহজেই মিলে যাবে।
11/12
কুম্ভ রাশি (Kumbha Rashi) : বৃহস্পতিবার দিনটি আনন্দে কাটতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। যদি দীর্ঘ সময় ধরে আপনি কোনও কাজ নিয়ে বিভ্রান্ত থাকেন, তাহলে এদিন সেই কাজ হয়ে যাবে। পরিবারের কোনও সন্তান পুরস্কার পাওয়ায় বাড়িতে খুশির পরিবেশ থাকবে। বাবার কাছে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন। আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে, যা দেখে আপনি খুশি হবেন।
12/12
মীন রাশি (Meen Rashi) : এদিন আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। কোনও ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ হবে। যদি কোথাও ভ্রমণে যান তাহলে সেখানে নিজের দামি জিনিসগুলি সুরক্ষিত রাখুন। জীবনসঙ্গীকে দেওয়া প্রতিশ্রুতিগুলিতে পূর্ণ মনোযোগ দিন, অন্যথা আপনার উপর তিনি রাগ করতে পারেন।
Published at : 11 Jul 2024 06:00 AM (IST)
Tags :
Horoscope Daily Horoscope Daily Astrology Astrology Ajker Rashifal Aries Horoscope Taurus Horoscope Gemini Horoscope Cancer Horoscope Leo Horoscope Virgo Horoscope Libra Horoscope Scorpio Horoscope Sagittarius Horoscope Capricorn Horoscope Pisces Horoscope Bengal Best Astrologer 11 July 2024 Rashifal