Horoscope: রাশিফল-আপনার আজকের দিন
মেষ: আজ মনে অশান্তি বাঁধতে দেবেন না। কোনও চিন্তা এলে সবাই মিলে বসে তার নিরসন করুন। কর্মস্থলে নিজেকে সঠিক প্রমাণ করতে বিতর্কে জড়ালে খেসারত দিতে হতে পারে। খুচরো ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হতে পারে।গ্রাহকদের সঙ্গে বচসা হয়ে যেতে পারে। তরুণদের আচমকা মিলে যাওয়া কাজ থেকে খুব ভালো এক্সপোজার মিলবে। পড়ুয়ারা প্র্যাকটিক্যালের পরিবর্তে থিওরিতে অধিক মনোযোগ দিলে ভালো হবে। দিনভর কাজকর্মের জন্য বাড়ির বাইরে থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষ নজর দিন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ-আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্কের সুবিধা নিয়ে নিজ পারফরম্যান্সের লক্ষ্য অর্জন করতে হবে। কোনও গ্যাজেট কিনলে সেটির গুণমানের বিষয়টি খেয়াল রাখুন। চাকরিতে বদলির সময়। এজন্য অন্য কোম্পানিতেও আবেদন করতে পারেন। ধাতুর ব্যবসায়ীরা জিনিসপত্র সরবরাহ নিয়মিত বজায় রাখার ওপর জোর দিন। তরুণদের বন্ধুদের সঙ্গে মনোমালিন্যে জড়ানো সমীচিন হবে না। একজোট হয়ে কাজ করলে ভবিষ্যতে প্রোজেক্টের সুফল মিলবে। মহিলারা আবেগ সংক্রান্ত জটিলতার মুখে পড়তে পারেন। বাড়িতে দীর্ঘদিন আটকে থাকা জমি সংক্রান্ত মামলা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
মিথুন-আজ দিনযাপনের ক্ষেত্রে ওঠা-পড়া আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে। অফিসের কাজকর্মে মাল্টিটাস্কিংয়ের জন্য প্রস্তুত থাকুন। জেনারেল স্টোরের ব্যবসায়ীদের গ্রাহকদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে হবে। তরুণদের অপরিচিত কারুর কথায় পরিচালিত হওয়া থেকে বিরত থাকতে হবে। নাহলে লোকসানের মুখে পড়তে হতে পারে। স্বাস্থ্যে পরিস্থিতির উন্নতির যোগ। পুরানো রোগমক্তির সম্ভাবনা। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। কাছে না থাকলে তাঁদের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিন। পরিবারের সকলের সঙ্গে সহযোগিতা করুন।
কর্কট- আজ মন খুবই প্রসন্ন থাকবে।এতে কাজে উৎসাহ মিলবে। অফিসে সহকর্মীদের সঙ্গে মিলে কাজ করুন। সারাদিন প্রচুর পরিশ্রম করবার জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। ক্ষত থেকে রোগ বাড়তে পারে। পুরনো জিনিস থেকে কোনও আয় হতে পারে। পিতার সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। কোনও কাজে আজ সাহসের পরিচয় দিতে হবে। ভাল কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আসবাবপত্রের ব্যবসায়ীদের ঘাটতির মুখোমুখি হতে পারে। সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা থাকবে।
বৃশ্চিক-মহাদেবের আরাধনার মাধ্যমে দিনটির সূচনা করুন। দুঃস্থদের সাহায্যের জন্য কোনও ব্যবস্থা করা উচিত। আজ ভেঙে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারে সাফল্য আসবে। পুরানো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। মন ইতিবাচক শক্তি এবং সুখে পূর্ণ হবে। সৃষ্টিশীল মনে নতুন কোনও ধারনা তৈরি হতে পারে। তরুণদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রযুক্তি ব্যবহার করা উচিত। চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা উপকারী হবে।
সিংহ- আজ মুশকিল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। এজন্য সাহস ও দৃঢ়তার পরিচয় দিতে হবে। প্রেমের ব্যাপারে আবেগ বাড়তে দেবেন না। শরীরে ক্ষয় বাড়বে। সন্তানের জন্য খরচ নিয়ে চিন্তা। বিদেশে থাকা কোনও বন্ধুর খারাপ খবর আসতে পারে। ব্যবসায় খরচ বাড়তে পারে। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ আসতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ আসতে পারে। খেলাধূলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক রাগ বাড়তে পারে। পেটের পুরনো রোগ বাড়বে। জীবনসঙ্গী অসন্তুষ্ট হলে তাঁকে প্রসন্ন রাখার কোনও চেষ্টাই বাকি রাখবেন না।
কন্যা- আজ যে কোনও বিষয়ে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। অফিসে নতুন কাজের দায়িত্ব বাড়বে। কোনও নতুন সম্পর্ক তৈরি হতে থাকলে, অযথা তাড়াহুড়ো করবেন না। ভালোভাবে সবকিছু খতিয়ে দেখে সময় নিয়ে ওই সম্পর্ক মজবুত করুন। অফিসে ব্যবহার ও যোগ্যতা সকলের সহযোগিতা মিলবে। ব্যবসায়ীদের পক্ষে দিনটি ভালো। যুবকদের অনুশাসন মেনে চলতে হবে। না হলে আইনি চক্করে পড়তে পারেন। গাঁটের রোগে যাঁরা ভুগছেন, তাঁদের ব্যথা-যন্ত্রনা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে।
তুলা- আজ আপনার সিদ্ধান্তে পরিবারের পূর্ণ সমর্থন মিলবে। অফিসের কাজের জন্য কোনও প্রশিক্ষণের কথা ভাবলে আজ তার উপযুক্ত দিন। আজ বড় বিনিয়োগকারীদের পরিকল্পনার দিন। তাঁরা পরিবর্তিত পরিস্থিতি অনুসারে তাদের ব্যবসায়ের পরিকল্পনা করতে বা কাজ করতে পারে। ভুল এড়ানো অভ্যাস করুন। শিশুদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। পুরো পরিবারের সঙ্গে ভ্রমণের সুযোগ হয়ে আছে।
ধনু-আজ উৎসাহে কোনও ঘাটতি আসতে দেবেন না। সেইসঙ্গে আশেপাশের লোকজনদেরও প্রসন্ন রাখুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যুবকদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। পিঠে ব্যথার সমস্যা থেকে অস্বস্তি বা ব্যথা বৃদ্ধি পাবে। সমাধানের জন্য চিকিৎসকের পরামর্শে নিন। পড়ুয়ারা অনলাইন থেকে বন্ধুদের সঙ্গে নোট শেয়ার করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে কোনও পিচ্ছিল জায়গা থেকে দূরে থাকুন। মা-বাবার সঙ্গে সময় কাটান।
মকর- আজ দিনটি হেসে, মজা করে ও প্রসন্নতার মাধ্যমে শুরু করুন। সমস্যা নিজে থেকেই দূর হয়ে যাবে। গবেষণার সঙ্গে যুক্তদের মনোমত ফল না মিললেও নিরাশ হওয়ার কোনও কারণ নেই। সোনা ও রূপোর ব্যবসায়ীদের বেশ ভালো লাভ হতে পারে। তরুণরা বন্ধুদের সঙ্গে মনের কথা শেয়ার করুন। পড়ুয়াদের কঠিন পরিস্থিতিতে শিক্ষকদের পরামর্শ মতো কাজ করতে হবে। রুটিন চেকাপ করুন। ওজন বাড়ত থাকলে থাইরয়েড পরীক্ষা করুন। পরিবারের আশা পূরণ করতে পরিশ্রম বাড়াতে হবে। গুরুজনদের পরামর্শ নিয়ে কোনও কাজ শুরু করুন।
কুম্ভ-আজ মনে অকারণ কোনও চিন্তা আসতে দেবেন না। এতে উত্তেজনা বেড়ে শরীর খারাপ হতে পারে। অফিসে বিতর্কিত বিষয় থেকে দূরে থাকুন। যাঁদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করেন, হতে পারে যে কোনও কারণে তাঁদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগ নাও পেতে পারেন। অফিসে অন্যেক কাজের দায়িত্বও নিতে হতে পারে। তেলের ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। কারণ, কোনও ছোট ভুল বড় হয়ে উঠতে পারে। হাঁফানি রোগীদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। সম্পত্তি সংক্রান্ত মামলায় শুভ সংবাদ পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।
মীন-আজ পছন্দসই কাজ করলে জরুরি উৎসাহ অনুভব করবেন। সারা দিনই মন প্রসন্ন থাকবে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। চাকরিতে উন্নতির প্রবল সম্ভাবনা। নতুন জায়গায় যাওয়ার সুযোগ মিললে, তা হাতছাড়া করবেন না। ব্যবসায়ীদের নতুন কোনও জায়গায় যেতে হতে পারে। মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে সুরক্ষার সঠিক উপায় মেনে চলতে হবে। নেশা এড়িয়ে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -