Sai Baba of Shirdi: অলৌকিক নানা ঘটনা জড়িয়ে আছে সাঁইবাবাকে ঘিরে, জন্মতিথিতে স্মরণ অনুরাগীদের

sai_feature

1/9
ভারতের আধ্যাত্মিক জগতে অন্যতম নাম সাঁই বাবা। যিনি শিরডি সাঁই বাবা নামেও পরিচিত। ২৮ অক্টোবর তাঁর জন্মদিন পালন হয় দেশজুড়ে।
2/9
ভারতেই নয়, বিদেশেও হিন্দু, মুসলিম, শিখ ইত্যাদি বিভিন্ন ধর্মাবলম্বীরা তাঁর পুজো করে থাকেন।
3/9
যদিও তাঁর প্রথমদিকের জীবন সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। অনেকে দাবি করেন তিনি ১৮৩৮ সালে ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন।
4/9
প্রচলিত বিশ্বাস, ব্রাক্ষ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পরবর্তীতে তিথি সুফি সাধক হয়ে ওঠেন।
5/9
তাঁর বিখ্যাত উক্তি- সব দেবতা এক। হিন্দু এবং মুসলমানের মধ্যে কোন পার্থক্য নেই। মসজিদ এবং মন্দির একই।
6/9
আহমেদাবাদের শিরডিতে পৌঁছে লোকমধ্য তাঁর বাণী দিয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি।
7/9
এমনও শোনা যায় যে, এই ভক্তের আবেদনে লন্ঠনে তেল না থাকা সত্ত্বেও জল ভরেই তা জ্বেলে দিয়েছিলেন সাঁই বাবা।
8/9
এদিকে সাঁইবাবার জন্মস্থান নিয়েও নানা বিতর্ক চলছে। শিরডির বাসিন্দাদের দাবি পাথরিতে সাঁইবাবার জন্মগ্রহণের ব্যাপারে কোনও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই।
9/9
এদিকে পাথরির বাসিন্দাদের দাবি, সাঁইবাবা যে তাঁদের শহরেই জন্মেছিলেন তা প্রমাণ করবার ২৯টি নথি রয়েছে তাঁদের কাছে।
Sponsored Links by Taboola