Sai Baba of Shirdi: অলৌকিক নানা ঘটনা জড়িয়ে আছে সাঁইবাবাকে ঘিরে, জন্মতিথিতে স্মরণ অনুরাগীদের
ভারতের আধ্যাত্মিক জগতে অন্যতম নাম সাঁই বাবা। যিনি শিরডি সাঁই বাবা নামেও পরিচিত। ২৮ অক্টোবর তাঁর জন্মদিন পালন হয় দেশজুড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতেই নয়, বিদেশেও হিন্দু, মুসলিম, শিখ ইত্যাদি বিভিন্ন ধর্মাবলম্বীরা তাঁর পুজো করে থাকেন।
যদিও তাঁর প্রথমদিকের জীবন সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। অনেকে দাবি করেন তিনি ১৮৩৮ সালে ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন।
প্রচলিত বিশ্বাস, ব্রাক্ষ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পরবর্তীতে তিথি সুফি সাধক হয়ে ওঠেন।
তাঁর বিখ্যাত উক্তি- সব দেবতা এক। হিন্দু এবং মুসলমানের মধ্যে কোন পার্থক্য নেই। মসজিদ এবং মন্দির একই।
আহমেদাবাদের শিরডিতে পৌঁছে লোকমধ্য তাঁর বাণী দিয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি।
এমনও শোনা যায় যে, এই ভক্তের আবেদনে লন্ঠনে তেল না থাকা সত্ত্বেও জল ভরেই তা জ্বেলে দিয়েছিলেন সাঁই বাবা।
এদিকে সাঁইবাবার জন্মস্থান নিয়েও নানা বিতর্ক চলছে। শিরডির বাসিন্দাদের দাবি পাথরিতে সাঁইবাবার জন্মগ্রহণের ব্যাপারে কোনও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই।
এদিকে পাথরির বাসিন্দাদের দাবি, সাঁইবাবা যে তাঁদের শহরেই জন্মেছিলেন তা প্রমাণ করবার ২৯টি নথি রয়েছে তাঁদের কাছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -