Sawan Shivratri 2022: হরিদ্বার থেকে বারাণসী, শ্রাবণের প্রথম সোমবারে শিবপুজো গোটা ভারতে, দেখে নিন তারই কিছু মুহূর্ত
বলা হয় শ্রাবণ মাস মহাদেবের মাস। এই মাসের জন্য অপেক্ষা করে থাকেন তাঁর অগণিত ভক্ত। ১৮ জুলাই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এদিন সারা ভারতে পুজো করা হয় মহাদেবের। অমৃতসরেও দেখা গেল সেই ছবি। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহরিদ্বার তামাম ভারতের অন্যতম পুণ্যভূমি বলা হয়। এমনিতেই যেকোনও শুভদিনে হরিদ্বারে গঙ্গার ঘাটে অগণিত মানুষের ভিড় হয়। এদিনও তেমনই ভিড় হয়েছিল হরিদ্বারে। ছবি: পিটিআই
শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে হরিদ্বারে দেবাদিদেব শিবের পুজো করা হয়। হরিদ্বারে হর কী পৌরি ঘাটে ভিড় করেছিলেন অসংখ্য ভক্ত। ছবি: পিটিআই
উত্তরপ্রদেশের বারাণসী, হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান। এখানেই রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাদেবের জলাভিষেকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুণ্যার্থীরা। ছবি: পিটিআই
প্রয়াগরাজেও দেখা গেল একই ছবি। পুণ্যার্থীরা শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে শিবপুজো করছেন। ছবি: পিটিআই
সকাল থেকে ভিড় ছিল প্রয়াগরাজের মন্দিরে। অসংখ্য ভক্ত এসেছেন। ধৈর্য ধরে অপেক্ষা করে পুজো দিয়েছেন। ছবি: পিটিআই
জলাভিষেকের জন্য় ভিড় দেখা গিয়েছে রাজস্থানের জয়পুরেও। সেখানে ভিড় করে পুজো দিয়েছেন পুণ্যার্থীরা। ছবি: পিটিআই
রাজস্থানেরই কোটা। সেখানে বিখ্যাত মন্দির শিবপুরী ধাম। শ্রাবণ মাসের প্রথম সোমবারে সেখানে পুজো দিলেন অসংখ্য পুণ্যার্থী। ছবি: পিটিআই
বলা হয়ে থাকে যদি নিষ্ঠা ভরে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস করা যায়, তা হলে তিনি তুষ্ট হন। পাশাপাশি তাঁর আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা। পাটনাতেও এক ভক্তকে দেখা গেল নিষ্ঠাভরে পুজো দিতে। ছবি: পিটিআই
শ্রাবণ মাসের প্রথম সোমবারে সারা দেশের মতো বিহারের পাটনাতেও দেখা গিয়েছে একই ছবি। সেখানেও একটি মন্দিরে পুজোয় ব্যস্ত ভক্তরা। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -