Sawan Somvar 2024: শ্রাবণ মাসে শিবের বিশেষ পুজোর নিয়ম, কীভাবে পালন করবেন প্রথম সোমবার?
প্রথম সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই শ্রাবণ মাসের প্রথম সোমবারও। বিশেষ কিছু নিয়ম মেনে ওইদিন পুজো করলে মিলতে পারে কাঙ্খিত ফল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার ২২ জুলাই। ওই দিন উপোস করে শিবের পুজো করতে পারেন।
কীভাবে প্রথম সোমবারে শিব পুজো করতে হবে? সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরতে হবে পরিষ্কার জামাকাপড়।
এরপর মন্দিরে বা বাড়িতেই শিব পুজোর আয়োজন করতে পারেন। উপাদান হিসেবে রাখতে হবে জল, দুধ, গঙ্গাজল, মধু, দই এবং ঘি।
পুরাণ অনুযায়ী, শিব নিজেই জল। তাই শিবলিঙ্গে জল ঢেলে পুজো করলে বাবা ভোলানাথ তুষ্ট হন।
শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা, ধুতরো ও আকন্দর মালা নিবেদন করতে হবে। প্রদীপ জালিয়ে করতে হবে আরতি।
পুজো শেষে উপোস ভাঙতে পারেন ফল খেয়ে। ভক্তি দিয়ে পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -