Daily Astrology : অপ্রত্যাশিত খরচে সঞ্চয়ে হাত পড়বে তুলার, আজ কী আছে আপনার ভাগ্যে ?

প্রতীকী ছবি

1/12
মেষ : পুরনো বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সুযোগ। রাতে ভাল করে ঘুমান। তাতে উদ্দীপনা ফিরে পাবেন। কাজে সময় ম্যানেজমেন্টের প্রয়োজন।
2/12
বৃষ : আপনার ক্ষেত্রেও পুরনো বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সচেতন থাকুন। সামাজিক ক্ষেত্রে কিছু ভাল খবর পাওয়ার সম্ভাবনা।
3/12
মিথুন : বোনাস বা বেতন বৃদ্ধি হতে পারে। তবে, একটু দেরি হতে পারে। স্বাস্থ্যকর খাবার আপনাকে উৎসাহিত রাখবে। সড়কপথে দীর্ঘ যাত্রা আরামদায়ক হবে না।
4/12
কর্কট : আপনার সামনে বিনিয়োগের ভাল সুযোগ। যা আপনাকে আর্থিক নিরাপত্তা দিতে পারে। পরিবারের ছোট কোনও সদস্য ভাল খবর দিতে পারে। এই মুহূর্তে কোনও সম্পত্তি বিক্রি করলে লাভবান হতে পারেন।
5/12
সিংহ : আর্থিক লাভের সম্ভাবনা। জীবনশৈলী সক্রিয় থাকলে ছোটখাট রোগ দূরে থাকবে। কাজের জায়গায় আজ দিনটি বেশ কষ্টসাধ্য। আপনাদের মধ্যে কেউ কেউ বাড়ি বা সম্পত্তি কেনার জন্য সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন।
6/12
কন্যা : হাঁটাচলা বা জগিং করুন। স্বাস্থ্য ভাল থাকবে। আজ পেশাক্ষেত্রে কিছুটা উন্নতি করবেন। বাড়ি বা জায়গা কিনতে চাইছেন যাঁরা, তাঁদের আজ ভাগ্য সহায়ক হতে পারে।
7/12
তুলা : অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা। যার জেরে সঞ্চয়ে হাত পড়তে পারে। পরিবর্তিত এই মরসুমে স্বাস্থ্যের ব্যাপারে যত্ন প্রয়োজন। কোনও কাজ শেষ করতে প্রচুর সময় নষ্ট হতে পারে।
8/12
বৃশ্চিক : খরচ নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। যাঁরা বেতন বৃদ্ধির আশা করছেন, তাঁদের আরও একটু অপেক্ষা করতে হবে। পারিবারিক গেট-টুগেদারের সম্ভাবনা।
9/12
ধনু : বিনিয়োগ ক্ষেত্রে বিভিন্ন অপশন খোলা রাখুন। স্বাস্থ্যকর লাইফস্টাইলের জন্য কোনও বন্ধু আপনাকে অনুপ্রাণিত করতে পারেন। কেউ কেউ প্রোমোশন পেতে পারেন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা।
10/12
মকর : নতুন প্রোজেক্টে খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। স্বাস্থ্য ভাল থাকবে। বন্ধু ও পরিবারের সঙ্গে ভ্রমণ মজার হয়ে উঠবে।
11/12
কুম্ভ : নতুন কোনও ব্যবসায় আর্থিক লাভ। স্বাস্থ্য ভাল থাকবে। ভাল রোজগার করা সত্ত্বেও বাজেটে ভারসাম্য রাখা দরকার।
12/12
মীন : আলস্যের প্রভাব পড়বে ফিটনেসে। আপনার হাসিখুশি মেজাজের প্রভাব পড়বে পরিবারে। দীর্ঘ যাত্রায় যেতে পারেন।
Sponsored Links by Taboola