Weekly Astrology : অপ্রত্যাশিত কিছুর জন্য প্রস্তুত থাকুন সিংহ ! এ সপ্তাহে কী রয়েছে আপনার ভাগ্যে ?
মেষ : ব্যক্তিগত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য দারুণ একটা সময়। আরও আত্মবিশাসী হয়ে উঠবেন। সম্পর্কের দিকে নজর দিন। বিশ্বাস করেন এমন কারও কাছে সাহায্য বা উপদেশ চাইতে ভুলবেন না। সিঙ্গল থাকলে, রোমান্টিক সম্পর্কে জড়াতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ- এ সপ্তাহে আত্মকেন্দ্রিক থাকবেন। ধ্যান করা, প্রক়তির মধ্যে একা সময় কাটানোর মতো বিষয়গুলি ভাল লাগতে পারে। নিজের ভাবনাচিন্তা বা অনুভূতিতে বেশি মগ্ন হয়ে যাবেন না। এ সপ্তাহে কাজের ক্ষেত্রে আরও সৃষ্টিশীল থাকবেন।
মিথুন : এ সপ্তাহে নিজের জন্য সময় বের করার চেষ্টা করুন। নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দিন। কাজের জায়গায়, কমিউনিকেশনই মূল চাবিকাঠি। এ সপ্তাহে অনেক বেশি সামাজিক হয়ে উঠবেন। অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপনের ইচ্ছা থাকবে।
কর্কট : এ সপ্তাহে নিজের কেরিয়ার ও পেশাগত লক্ষ্যে আরও ফোকাস থাকবেন। স্বাভাবিক সময়ের থেকে আরও বেশি উচ্চাকাঙ্খী থাকবেন এ সপ্তাহে। নিজের মূল্যবোধ ও লক্ষ্যে সৎ থাকার চেষ্টা করুন। শারীরিক ও মানসিকভাবে নিজের যত্ন নিন। দীর্ঘমেয়াদি লক্ষ্যের জন্য নিজের পরিকল্পনা তৈরির ভাল সময়।
সিংহ : অপ্রত্যাশিত কিছুর জন্য প্রস্তুত থাকুন। কেরিয়ারের ক্ষেত্রে এ সপ্তাহে কিছু ইতিবাচক পরিবর্তন বা সুযোগ-সুবিধা আসতে পারে। কঠোর পরিশ্রমের পরিচিতি পাবেন। মন খোলা রাখুন, ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকুন।
কন্যা : নিজের মানসিক, শারীরিক বিষয় খতিয়ে দেখার জন্য কিছু সময় বের করুন। কেরিয়ারের ক্ষেত্রে এ সপ্তাহে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে পারেন। যার জেরে লক্ষ্যে পৌঁছতে সমস্যা হতে পারে। এত কিছুর পরেও ইতিবাচক মানসিকতা রাখুন। পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে ভাল সময় কাটানোর জন্য এ সপ্তাহটা ভাল।
তুলা : নিজের সৃষ্টিশীলতা ও নিজেকে প্রকাশ করার ব্যাপারে ফোকাস করুন। কেরিয়ারের জন্য এ সপ্তাহটা ভাল সময়। ব্যক্তিগত জীবনে এ সপ্তাহে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কিন্তু, নিজের মাথা ঠান্ডা রাখুন এবং খোলা মনে থাকুন।
বৃশ্চিক- লক্ষ্যে পৌঁছনোর জন্য অন্যের সঙ্গে একযোগে কাজ করতে হবে। অন্যের সঙ্গে সম্পর্ক মজবুত করার ব্যাপারে ভূমিকা থাকবে। নিজের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখার সেরা সময়। একটা বাজেট তৈরি করুন। যার থেকে সব ধরনের খরচ বুঝতে পারবেন।
ধনু - দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন প্রয়োজন রয়েছে। যাতে আপনার স্বাস্থ্য ভাল থাকে। শরীর চর্চা বা ধ্যান করতে পারেন। নিজেকে সতভাবে ও খোলা মনে প্রকাশ করার এটা ভাল সময়।
মকর- নিজের প্রতিভা ও সক্ষমতা প্রকাশ করুন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে শিডিউলে কিছু পরিবর্তনের প্রয়োজন বোধ করতে পারেন। সপ্তাহের শেষ দিকে, উৎসাহিত বোধ করবেন। নতুন লক্ষ্য তৈরি করতে এই সময়টাকে ব্যবহার করুন। নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে উদ্যোগ নিন।
কুম্ভ : নতুন শখ গড়ে তোলার জন্য এ সপ্তাহটা সেরা সময়। কাজের ধীর অগ্রগতির জন্য হতাশ বোধ করতে পারেন। চেষ্টা করে যান এবং এই বিশ্বাস রাখুন যে, দীর্ঘমেয়াদিতে আপনার চেষ্টা পুরস্কৃত হবে। নিজের অনুভূতি পরিষ্কারভাবে ও সৎভাবে জানানোটা গুরুত্বপূর্ণ। ভালবাসার মানুষের কথা শোনার জন্য সময় বের করে নিন এবং তার বক্তব্য বোঝার চেষ্টা করুন।
মীন : এ সপ্তাহে খুব বেশি আবেগপ্রবণ থাকবেন। নিজের মধ্যে থেকে নেতিবাচক অনুভূতি বের করে দিন। নিজের সাম্প্রতিক চাকরি নিয়ে এক ধরনের অসন্তুষ্টি থাকতে পারে। কোনও বিষয় ভাল না লাগলে, তা পরিষ্কারভাবে জানিয়ে দিতে ভুলবেন না। এ সপ্তাহে নিজের যত্ন নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -