Exit Poll 2024
(Source: Poll of Polls)
Vastu Tips : তুলসি গাছের কাছে রাখবেন না এই জিনিসগুলি ! ক্ষুব্ধ হন মা লক্ষ্মী
হিন্দু ধর্মে তুলসি গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী গাছ রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনটা বিশ্বাস করা হয়, যে বাড়িতে তুলসি গাছ থাকে সেখানে কোনও সমস্যা হয় না।
এর যত্ন নিলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এই গাছের কাছে কিছু জিনিস রাখা খুবই অশুভ।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, তুলসি গাছ রাখার জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে। সেগুলি না মানলে বাড়িতে সমস্যা দেখা দেয়। ঘরে দারিদ্রও দেখা দিতে পারে।
তুলসি গাছ খুবই পবিত্র, তাই এর আশপাশে কখনই ময়লা ছড়াবেন না। তুলসীর পাত্রের কাছে ডাস্টবিন রাখা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এর ফলে ঘরে দারিদ্র আসে।
জুতো বা চপ্পল কখনই তুলসির চারপাশে রাখা উচিত নয়। তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়।
এমনটা বিশ্বাস করা হয় যে, তুলসির কাছে জুতো বা চপ্পল রাখলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন।
শিবলিঙ্গ কখনই তুলসি পাত্রে রাখা উচিত নয়। বিশ্বাস অনুসারে, পূর্বজন্মে তুলসীর নাম ছিল বৃন্দা। যিনি ছিলেন জলন্ধর নামে এক অসুরের স্ত্রী। ভগবান শিব এই অসুরকে বধ করেছিলেন। সেই থেকে শিবকে তুলসি থেকে দূরে রাখা হয়।
ঘরে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। এমন গাছ রাখলেও তুলসি গাছের কাছে একেবারেই রাখবেন না। এতে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে।
ভুলেও তুলসির কাছে ঝাড়ু রাখা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে দারিদ্র আসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -