Vastu Tips : পদে পদে সমস্যায় পড়ছেন ? এই প্রতিকারে মিলতে পারে সমাধান !

Vastu : অনেক সময় দেখা যায় হাজারো প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য মিলছে না। কাজে বারবার বাধা আসছে

প্রতীকী ছবি

1/10
বাড়িতে যেসব জিনিস থাকে তাতে ইতিবাচক ও নেতিবাচক শক্তি রয়েছে। বাস্তুশাস্ত্রে শক্তির বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এর দ্বারা প্রভাবিত হয় পরিবারের সদস্যরা।
2/10
অনেক সময় দেখা যায় হাজারো প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য মিলছে না। কাজে বারবার বাধা আসছে। এই পরিস্থিতিতে বাস্তুশাস্ত্রের কিছু বিশেষ টিপস সাহায্য করতে পারে।
3/10
বাস্তু অনুসারে, শোওয়ার সময় বালিশের নীচে এমন কিছু জিনিস রাখা যেতে পারে যার মাধ্যমে ঘরে সুখ-সমৃদ্ধি আসতে পারে।
4/10
মঙ্গলবার রাতে একটি সবুজ রঙের কাপড়ে মুগ ডাল বেঁধে বালিশের নীচে রেখে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে ওঠার পর কোনও মেয়েকে তা দিন বা মন্দিরে দেবী দুর্গার পায়ের কাছে রাখুন।
5/10
এতে করে বুধের অশুভ প্রভাব দূর হতে পারে এবং কর্মজীবনে উন্নতি হবে। এই প্রতিকারের মাধ্যমে স্বামী-স্ত্রীর সম্পর্কও মধুর হয়।
6/10
আপনার সময় ভাল না গেলে বা রাতে দুঃস্বপ্ন দেখলে বালিশের নীচে লোহার গোলাকার বস্তু রাখুন। যদি লোহা পাওয়া না যায়, পরিবর্তে একটি লোহার চাবি বা ছোট কাঁচি রাখতে পারেন।
7/10
এটি রাহু, কেতুর খারাপ প্রভাব দূর করে এবং জীবন থেকে নেতিবাচকতা দূর করে।
8/10
বাস্তু মতে, ঘুমানোর সময় বালিশের নীচে গীতা রাখা খুবই উপকারী। এতে মন শান্ত থাকে এবং মানুষের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়।
9/10
বাস্তুর এই ব্যবস্থাগুলি করলে, সারাদিন সতেজতা বজায় থাকে এবং আপনি কর্মক্ষেত্রে আরও ভাল করতে সক্ষম হন। এই বাস্তু টিপস জীবনে উপকার এবং উন্নতি নিয়ে আসে।
10/10
বাস্তুশাস্ত্র অনুসারে রাতে বালিশের নীচে মূলো রেখে ঘুমানো ভাল বলে মনে করা হয়। সকালে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে এই মূলো অর্পণ করলে রাহুর দোষ দূর হয়।
Sponsored Links by Taboola