Weekly Lucky Zodiacs: অফিসে সহকর্মীদের প্রশংসা, প্রেমে সুসময়; এ সপ্তাহে ভাগ্য খুলছে এই ৫ রাশির
এই পাঁচ রাশির ভাগ্য জ্বলজ্বল করবে। শেষ করতে পারবেন সব কাজ
প্রতীকী ছবি
1/10
নতুন সপ্তাহে কপাল খুলতে চলেছে একাধিক রাশির। এই পাঁচ রাশির ভাগ্য জ্বলজ্বল করবে। শেষ করতে পারবেন সব কাজ।
2/10
বৃষ রাশির জন্য এই সপ্তাহটি সৌভাগ্যের। আপনার কেরিয়ার এবং ব্যবসায় উন্নতি হবে।
3/10
বৃষ- এই সপ্তাহে আপনি নতুন কাজ শুরু করতে বা চুক্তি করতে পারেন। প্রেমের সম্পর্ক ভাল থাকবে।
4/10
মিথুন- এই সপ্তাহটা ভাল যাবে মিথুন রাশির জাতকদের। প্রচুর খুশি থাকবেন।
5/10
মিথুন- যে কোনও কাজ করতে আপনি পুরো এনার্জির ব্যবহার করবেন। যদি প্রেম করছেন, তাহলে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
6/10
সিংহ- এই সপ্তাহে সৌভাগ্য ফিরতে চলেছে সিংহ রাশির জাতকদের। অফিসে সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন।
7/10
সিংহ- শুধু তা-ই নয়, ব্যবসার ক্ষেত্রেও এই সপ্তাহটা ভাল। ব্যবসায় ভাল লাভ হবে।
8/10
কন্যা রাশির জাতকদের জন্যও এই সপ্তাহটা ভাল। আপনার কোনও কাজ আটকে থাকলে, বন্ধুর সাহায্যে তা শেষ হবে।
9/10
কন্যা- এ সপ্তাহে আপনার স্বাস্থ্য ভাল থাকবে। প্রেমে সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন।
10/10
এ সপ্তাহে বিবাহিত জীবনে খুশি মিলবে মকর রাশির জাতকদের। পরিবারের সঙ্গে বাইরে কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় ভাল হবে। পরিশ্রমের ফল পাবেন।
Published at : 18 Nov 2023 08:42 PM (IST)