Mahashivratri 2024 : বিয়েতে বাধা বা দেরি হচ্ছে ? মহাশিবরাত্রিতে মানুন এই নিয়মগুলি
আগামী ৮ মার্চ, শুক্রবার রয়েছে মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযাঁদের বিয়েতে দেরি হচ্ছে বা বাধার সম্মুখীন হচ্ছেন তাঁরা মহাশিবরাত্রির দিন এই প্রতিকারগুলি করে এই সমস্যা কাটাতে পারেন।
মহাশিবরাত্রির দিন হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন।
এই দিনে হলুদ রঙের পোশাক পরার বিশেষ তাৎপর্য রয়েছে। এছাড়াও, এই দিনে শিব এবং মা পার্বতীকে গাঁদা ফুলের মালা অর্পণ করুন।
এই দিনে ভোলেনাথ ও মা পার্বতীর বিয়ে হয়। তাই এই দিনটি বিশেষ। এই বিশেষ দিনে শিব ও পার্বতীর আরাধনা করলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। পুজোর সময়, ওম গৌরী শঙ্করায় নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন।
মহাশিবরাত্রির দিন ভোলেনাথের পুজো। এই দিন, শিব মন্দিরে যান এবং গরুর দুধ দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করুন। তাতে ভোলেনাথ খুব দ্রুত খুশি হবেন।
যাঁদের বিয়ে বাধাগ্রস্ত হচ্ছে তাঁদের মহাশিবরাত্রির দিনে শ্রীরামচরিতমানসে বর্ণিত শিব-পার্বতী বিবাহ পাঠ করা উচিত। এতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়।
পুজো পদ্ধতি অনুযায়ী , রাতে চার প্রহরে চারবার পুজো করতে হয় শিবলিঙ্গে। মতান্তরে, চার প্রহরে চারবার পুজো করতে কেউ অক্ষম হলে প্রথম প্রহরেই পরপর চারবার শিবপুজো করে নেওয়া যেতে পারে।
শিবের পুজোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন। হিন্দুশাস্ত্র মতে, কয়েকটি জিনিস আছে, যেগুলি অন্য দেবদেবীকে অর্পণ করা গেলেও, শিবকে করা যায় না। যেমন হলুদ ও সিঁদুর প্রায় সব দেবদেবীকে অর্পণ করা গেলেও, কখনই দেওয়া যায় না শিবকে।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -