Shani Dev : এই রাশির জাতকদের উপর সবসময় কৃপা থাকে শনির !
জ্যোতিষশাস্ত্রে শনিকে গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শনি জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। কিছু রাশিচক্র শনিদেবের কাছে প্রিয় বলে মনে করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনির আশীর্বাদ বিশেষত তাদের উপর বর্ষিত হয় যাঁরা শনির রাশিতে জন্মগ্রহণ করেন। শনিদেবের কৃপায় একজন ব্যক্তি তাঁর জীবনে বিভিন্ন সুবিধা পেতে পারেন। কোন কোন রাশির জাতকদের উপর শনিদেব দয়ালু।
বৃষ রাশি - শুক্র গ্রহের রাশি বৃষের প্রতি শনিদেব অত্যন্ত সদয়। বৃষ রাশির জাতকদের উপর শনির অশুভ প্রভাব খুব কম। এমনকী অন্যান্য গ্রহের অবস্থান প্রতিকূল হলেও, বৃষ রাশির জাতক জাতিকাদের উপর শনির প্রভাব খুব অল্প সময়ের জন্য থাকে।
তুলা রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে। তুলা রাশিতে শনি উচ্চ অবস্থানে থাকে। তাই শনি থেকে শুভ ফল পান।
অন্যদিকে, তুলা রাশির লোকেরা পরিশ্রমী, সৎ এবং দয়ালু হয়। এই কারণেই শনিদেব তাঁদের উপর সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন।
ধনু রাশি- বৃহস্পতির রাশি ধনু রাশিও শনিদেবের খুব প্রিয়। বৃহস্পতি ও শনির নিজেদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এই কারণেই শনিদেব ধনু রাশির মানুষদেরও বিরক্ত করেন না।
ধনু- এই রাশিতে যদি সাড়ে সাতি চলে, তাতেও শনি তাঁদের খুব একটা কষ্ট দেন না।
মকর - শনিদেব স্বয়ং এই রাশির অধিপতি। মকর রাশি শনির প্রিয় রাশিগুলির মধ্যে একটি। মকর রাশির জাতকদের উপর শনির কৃপা সবসময় থাকে। এরা খুব পরিশ্রমী এবং উত্সাহী হয়। তাই, মকর রাশির উপর শনির খারাপ নজর সহজে পড়ে না।
কুম্ভ- মকরের মতই কুম্ভ রাশিরও অধিপতি শনিদেব। তাই এই রাশির উপর শনিদেবের প্রকোপ কম পড়ে। শনির বিশেষ কৃপা মেলায় এই রাশির জাতকদের আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -