Astrology : লক্ষ্যে পৌঁছতে সবসময় জীবনসঙ্গীকে সাহায্য করেন, পাশে থাকেন এই রাশির জাতকরা
একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ানোর মধ্যেই মজবুত হয় বিবাহিত জীবন। স্বামী-স্ত্রীর পারস্পরিক সমঝোতা এবং প্রয়োজনীয় উপদেশ-সাহস জোগানোর মাধ্যমে উন্নত হয় দাম্পত্য সম্পর্ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন কয়েকটি রাশি রয়েছে, যার জাতক-জাতিকারা অনবরত স্বামী-স্ত্রী একে অপরকে তাঁদের স্বপ্নপূরণে সাহায্য করতে থাকেন। নিজের আইডিয়া, কর্মপদ্ধতি, অভিজ্ঞতার অন্যের সঙ্গে শেয়ার করে নিয়ে তাঁকে সমৃদ্ধ করেন।
ভালবাসার মানুষটি যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তখন এই রাশির জাতক-জাতিকারা ধৈর্য্য ধরে তাঁকে সঠিক পথ দেখান। একসঙ্গে কাজ করে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেন।
ধনু- স্বামী বা স্ত্রীর সঙ্গে খোলামেলা ও সৎ আলোচনা করতে ভালবাসেন ধনু রাশির জাতকরা। অন্য মানুষটার পছন্দ কী বা কোথা থেকে তার অনুপ্রেরণা পাচ্ছেন তা কথা বলে বোঝার চেষ্টা করেন এঁরা।
ধনু- শুধু তা-ই নয়, এনিয়ে জীবনসঙ্গীর সঙ্গে অনবরত আলোচনার মাধ্যমে তাঁর ভাললাগাটাকে প্যাসনে পরিণত করে দেন। এমনকী পারিবারিক ছোটখাট অনেক কাজ নিজের ঘাড়ে তুলে নেন, যাতে স্বামী বা স্ত্রী নিজের কেরিয়ারের দিকে নজর দিতে পারেন।
কুম্ভ- কুম্ভ রাশি অন্যতম নির্ভরযোগ্য রাশিচক্র। এরা কেবল উচ্চাকাঙ্ক্ষার পেছনে দৌড়াতে তাদের সঙ্গীকে অনুরোধ-ই করেন না, বরং সবসময় তাঁর পাশে থাকেন। যে পরিস্থিতিই উদয় হোক না কেন, তাঁরা যে সঙ্গীর পাশেই আছেন, তা বুঝিয়ে দেন।
কুম্ভ- এই জাতকরা এটাও বোঝেন যে, সঙ্গীর নিজস্ব সিদ্ধান্তকেও সম্মান জানাতে হবে। তাই, নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেন না।
সিংহ- জীবনসঙ্গীকে তাঁদের লক্ষ্যের পেছনে ছুটতে সবসময় উৎসাহ দেওয়ার মেজাজে থাকেন এই রাশির জাতকরা। কোনও গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের আগে সঙ্গীকে মানসিকভাবে চাঙ্গা করে দেন। তাঁদের সক্ষমতার জায়গাটা মনে করিয়ে দেন।
সিংহ- এমনকী ব্যর্থতার সময় সঙ্গীকে এটা বোঝান যে, সাফল্য-ব্যর্থতা জীবনেরই অঙ্গ। কাজেই তাঁর যাতে ফোকাস নষ্ট না হয় সেদিকে নজর রাখেন।
কন্যা- জীবনসঙ্গীর লক্ষ্য পূরণে সাহায্য করতে এই রাশির জাতক-জাতিকারা সময় বের করে তাঁর পাশে থাকেন। দৈনন্দিন কাজকর্ম, সন্তানের যত্ন নেওয়ার মত কাজে একে অপরকে সাহায্য করেন। পরিকল্পনা করায় এদের জুড়ি মেলা ভার। শুধু লক্ষ্য পূরণে সাহায্য করা-ই নয়, ধৈর্য্যও ধরেন প্রয়োজনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -