Lunar Eclipse 2023 : ১২ বছর পর চন্দ্রগ্রহণের সময় তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ, লাভবান হবেন এই রাশির জাতকরা
রাত ৮টা ৪৬ মিনিটে হবে চন্দ্রগ্রহণ। মধ্যরাতে ১টা ২ মিনিটে শেষ হবে।
প্রতীকী ছবি
1/10
জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ৫ মে।
2/10
রাত ৮টা ৪৬ মিনিটে হবে চন্দ্রগ্রহণ। মধ্যরাতে ১টা ২ মিনিটে শেষ হবে।
3/10
চন্দ্রগ্রহণ হল একটি ছায়াগ্রহণ যা তুলা রাশি এবং স্বাতী নক্ষত্রে ঘটতে চলেছে। চন্দ্রগ্রহণের দিনে ১২ বছর পর মেষ রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে।
4/10
মেষ রাশিতে সূর্য, বুধ, বৃহস্পতি ও রাহুর চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে কিছু রাশির জাতক এর থেকে বাম্পার সুবিধা পেতে চলেছে।
5/10
মিথুন- চন্দ্রগ্রহণের কারণে মিথুন রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। গ্রহণের সময় মঙ্গল ও শুক্রের মিলন হবে মিথুন রাশিতে এবং বুধ মিথুন রাশিতে থাকবে। গ্রহের এই সংমিশ্রণের কারণে মিথুন রাশির জাতক-জাতিকারা সুফল পাবেন। আপনার বিবাহিত জীবনে প্রেম বাড়বে। সন্তানদের কাছ থেকে ভাল খবর আসবে।
6/10
সিংহ- চাকরি তথা কেরিয়ারে উন্নতি হবে চতুর্গ্রহী যোগের কারণে। কর্মক্ষেত্রে কিছু ভাল পরিবর্তন দেখা যাবে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হবে। এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন।
7/10
ধনু- ধনসম্পত্তি লাভ হবে। যাঁরা চাকরি করেন তাঁদের ভাল পরিমাণে বেতন বৃদ্ধি হতে পারে। পৈতৃক সম্পত্তিও লাভ করবেন। যেসব কাজ আটকে আছে তা এবার শেষ হবে।
8/10
মকর- কর্মস্থলে কাজের চাপ থাকবে। কিন্তু, এর ভাল ফলও আপনি পাবেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে।
9/10
কুম্ভ- চন্দ্রগ্রহণের কারণে ভাগ্য আপনার সহায় হবে। ধর্ম ও আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। ভ্রমণ কাজে আসতে পারে। গ্রহণের সময় আগে করা বিনিয়োগ এবং কাজ থেকে সুবিধা পেতে পারেন।
10/10
মীন- বৈশাখ পূর্ণিমায় হওয়া বছরের প্রথম চন্দ্রগ্রহণ আপনার জন্য শুভ । এই চতুর্গ্রহী যোগের প্রভাবে আপনি কিছু ভাল খবর পাবেন। হঠাৎ কোথাও যেতে হতে পারে, যার জেরে লাভবান হবেন।
Published at : 03 May 2023 08:59 PM (IST)