October Horoscope 2023: সব ক্ষেত্রে মিলবে সাফল্য, অক্টোবরে ভাগ্য চমকাবে এই ৪ রাশির
নতুন মাস। শুরু হয়ে গেল অক্টোবর। গ্রহ-নক্ষত্র অনুসারে এই মাসে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। কিছু রাশির জন্য মাসটি ফলদায়ক হতে চলেছে। কারা রয়েছেন সেই তালিকায় ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেষ- অক্টোবর মাস মেষ রাশির জাতকদের জন্য অনুকূল হতে চলেছে। আর্থিকভাবে, এই মাসটি আপনার জন্য অনুকূল হবে। অপ্রয়োজনীয় খরচ এড়াতে পারবেন। কর্মজীবনে মেষ রাশির জাতক জাতিকারা এই মাসে ভাল ফল পেতে পারেন।
মেষ রাশির জন্য অক্টোবর মাস খুবই শুভ হবে। শনিদেবের বিশেষ অবস্থানের কারণে আপনার অনেক উন্নতি হবে। প্রেম এবং বিবাহিত জীবনের দিক থেকে এই মাসটি আপনার জন্য খুব চমৎকার হতে চলেছে। যাঁরা প্রেম করছেন, তাঁরা তাঁদের সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
সিংহ- অক্টোবর মাস আপনার জন্যও শুভ। চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন। প্রেমজীবনও হাসিখুশিতে চলবে।
সিংহ - আপনার পারিবারিক জীবনের সমস্যাগুলির ধীরে ধীরে সমাধান হবে। বৃহস্পতির অনুকূল অবস্থান আপনাকে অনেক ইতিবাচক ফলাফল দেবে। এই মাসে আপনার আর্থিক জীবন খুব ভাল হবে। আপনি আপনার কর্মজীবনে দুর্দান্ত অগ্রগতি করবেন। নতুন ব্যবসা শুরু হবে। বিনিয়োগ থেকে লাভ হবে। এই মাসে আপনি আধ্যাত্মিকতার দিকে বেশি ঝুঁকে পড়বেন। পবিত্র স্থান পরিদর্শন করতে পারেন।
বৃশ্চিক- এই মাস আপনাকে অনেক ইতিবাচক ফল দেবে। শনি আপনার রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি হিসাবে চতুর্থ ঘরে অধিষ্ঠিত হচ্ছে। এই মাসে আপনি আপনার জীবনে আসা সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন। এই মাসে আপনার স্বাস্থ্য ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক - বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক অবস্থাও অক্টোবরে ভাল হবে। তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন। এই মাসে আপনি কর্মক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন এবং আরও জ্ঞান অর্জন করবেন। কর্মজীবনে ভাল সিদ্ধান্ত নেবেন। চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। এই মাসে আপনি অনেক দায়িত্ব পালন করবেন। জমি ও সম্পত্তি কিনতে পারেন।
ধনু- পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। এই মাসে পদোন্নতি বা স্থান পরিবর্তন করতে পারেন। উপার্জনের সুন্দর সম্ভাবনা রয়েছে। মাসটি আর্থিক বিকাশ, আধ্যাত্মিক লাভ ও কেরিয়ারের পক্ষে অনুকূল।
ধনু- চাকরির জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। যার জেরে আপনি লাভবান হবেন। বেতন বৃদ্ধি হতে পারে। যাঁরা সুদের ব্যবসা করেন, তাঁরা লাভবান হবেন। প্রোমোশন বা অন্য লাভের সম্ভাবনা রয়েছে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -