May Career Horosco 2023: মে মাসে চাকরি ও ব্যবসায় প্রচুর উন্নতি, লাভবান হতে চলেছেন এই রাশির জাতকরা
কিছু রাশির জন্য খুব ভাল হতে চলেছে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে এদের
প্রতীকী ছবি
1/10
গ্রহ-গোচর মে মাসে কিছু রাশির জীবনে ভাল প্রভাব ফেলতে চলেছে। এর প্রভাব কমবেশি সব রাশির উপরেই পড়বে।
2/10
তবে, কিছু রাশির জন্য খুব ভাল হতে চলেছে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে এদের।
3/10
মিথুন- বৃহস্পতি গ্রহ একাদশ ঘরে থাকবে এবং এর প্রভাবে আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতিও পেতে পারেন। বিশেষত ১৫ মে-র পর কর্মজীবনে আরও কিছু সুবিধা পেতে পারেন।
4/10
মিথুন- এই মাসে মনের মতো চাকরি পেতে পারেন। চাকরির কারণে বিদেশ যাত্রার সৌভাগ্যও হতে পারে। যদি আপনি ব্যবসা করেন, তবে এই মাসে প্রচুর লাভ হবে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার সৌভাগ্যও হতে পারে।
5/10
সিংহ- বৃহস্পতির প্রভাবে এই মাসে কেরিয়ারে প্রচুর সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সব পরিণাম আপনার পক্ষে আসবে।
6/10
সিংহ- এই মাসে সিংহ রাশির জাতকরা ব্যবসাতেও লাভ করবেন। যাঁরা একের বেশি ব্যবসা করতে চাইছেন, তাঁদের অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ব্যবসা আপনার জন্য লাভজনক হতে চলেছে।
7/10
কন্যা- এই মাসে চাকরির ক্ষেত্র আপনার জন্য অনুকূল। কর্মস্থলে কাজে প্রচুর উৎসাহ থাকবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির প্রবল যোগ তৈরি হচ্ছে।
8/10
কন্যা- ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন। নিজের পরিস্থিতি অনুযায়ী রাস্তা বের করবেন। যদি আপনি ব্যবসায় থাকেন, তাহলে এই মাসে লাভ করবেন।
9/10
ধনু- ধনু রাশিও এই মাসে কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য পাবে। বিকাশের সম্ভাবনা আছে। গ্রহের দশা আপনার জন্য অনুকূল থাকবে। বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনাও আছে। কেরিয়ারে নিজের ইচ্ছা পূরণের পুরো সুযোগ পাবেন।
10/10
ধনু- এই মাসে প্রোমোশনের সঙ্গে সঙ্গে আরও নানা সুবিধা পাবেন। কঠিন থেকে কঠিনতর কাজও আপনি অনায়াসে করে ফেলবেন। বৃহস্পতির প্রভাবে চাকরিতে বৃদ্ধি ও ধনলাভ হবে। ব্যবসাতেও শুভ এই মাস।
Published at : 03 May 2023 11:06 PM (IST)